আবৃত্তিশিল্পী হাসান আরিফের জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:০২, ৮ ডিসেম্বর ২০২৫
আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান আরিফের জন্মদিন ৮ ডিসেম্বর । দিনটি উদযাপনে সোমবার সন্ধ্যা ৭ টায় ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ভিনটেজ কনভেনশন হলে হাসান আরিফ স্মৃতি সংসদ "হাসান আরিফ অন্তরে মম" শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেন।
হাসান আরিফের ভাগ্নি অতসী হৈমন্তিকার কন্ঠে " আমার মুক্তি আলোয় আলোয় " সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হয়।আবৃত্তিশিল্পী ইকবাল খোরশেদ জাফরের সঞ্চালনায় হাসান আরিফের জীবন ও সৃজন নিয়ে আলোচনা করেন নাট্যজন আকতারুজ্জামান,চলচ্চিত্র নির্মাতা ফাখরুল আরেফিন খান, আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম,বেলায়েত হোসেন,মাসুদুজ্জামান,সৈয়দ ফয়সাল আহমদ, সুপ্রভা সেবতি। একক আবৃত্তি পরিবেশন করেন সাবিরা মাহবুব জনি।
আলোচনায় নাট্যজন আকতারুজ্জামান বলেন, তিনি ছিলেন উচ্চমানের সৃজনশীল সংগঠক। বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তিনি যে সাহসী ভূমিকা পালন করে গেছেন তা অতুলনীয়। আবৃত্তিশিল্পী
রফিকুল ইসলাম বলেন, হাসান আরিফ সংস্কৃতির পথে যে সৃজনশীলতার পরিচয় দিয়ে গেছেন তা বহমান ছিলো, আছে, থাকবে। তিনি আবৃত্তি ও সংস্কৃতির মানুষকে নিজের পরিবারের সদস্য মনে করে খুবই দায়িত্বশীল আচরণ করতেন। তার রাজনীতি ছিলো মুক্তিযুদ্ধ,বাংলাদেশ ও আবহমান বাংলার সংস্কৃতি। আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন বলেন হাসান আরিফ আদর্শের জায়গায় কখনো আপোষ করেন নি। তিনি ছিলেন একজন আদ্যপান্ত সংস্কৃতিজন। মানুষকে ভালোবাসার উদারতা আমাদের আকর্ষণ করতো। চলচ্চিত্র নির্মাতা
ফাখরুল আরেফিন খান বলেন, হত্যার হুমকি উপেক্ষা করে তথ্যচিত্র নির্মাণ,পরিচালক হয়ে উঠার ক্ষেত্রে তিনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আমাদের নির্ভরতার জায়গায় ছিলেন। তার সাথে আমাদের কতো কাজের স্মৃতি বলে শেষ করা যাবেনা। তিনি আমার গুরু হয়ে উঠেছিলেন। আমার প্রতিটি কাজে আমি আরিফ ভাইয়ের সাথে কথা বলে নিতাম। আমার সকল কাজের অপরিহার্য হয়ে উঠেছিলেন।
আবৃত্তি মাসুদুজ্জামান বলেন,আবৃত্তি প্রযোজনা ভাবনায় তিনি অভিনবত্ব এনেছিলেন। আবৃত্তি নির্মান ও নির্দেশনায় তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। আমাদের মহৎ অর্জনগুলো নিয়ে আজকের মিথ্যার বেসাতির সময়ে হাসান আরিফের উপস্থিতি খুব জরুরী ছিলো।
আবৃত্তিশিল্পী সৈয়দ ফয়সাল আহমদ বলেন,একজন মানুষ কতোটা নির্মোহ,নির্লোভ হওয়া যায় আরিফ ভাইয়ের কাছ থেকে আমরা শিখেছি। তিনি আমাদের প্রতিদিনের কাজে উপস্থিত হয়ে পড়েন। প্রান্তিক অঞ্চলের মানুষের সাথেও তিনি তার ভালোবাসা দিয়ে যুক্ত ছিলেন। মা,মাতৃভূমি ও স্বাধীনতা নিয়ে তিনি আমাদের চেতনাকে শাণিত করতে পেরেছিলেন।
