জাতীয় নির্বাচনের দিন গণভোট করার সিদ্ধান্ত জামাতসহ ৮ ইসলামী দলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:৩০, ৮ ডিসেম্বর ২০২৫
জাতীয় নির্বাচনের দিন গণভোট করার সিদ্ধান্ত জামাতসহ ৮ ইসলামী দলের। ছবি: সমাজকাল
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় নির্বাচনের সঙ্গে একসঙ্গে গণভোট আয়োজনের সিদ্ধান্ত মেনে নিয়েছে নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত জামায়াতসহ ইসলামী সমমনা আট দল।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদের বলেন, গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে ডিসেম্বর জুড়ে প্রচারণা চালাবে আট দলের শরিক সংগঠনগুলো। তবে একই দিনে নির্বাচন ও গণভোট মেনে নিলেও, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ‘ফ্যাসিস্ট অপরাধীদের’ বিচার এবং ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞার দাবি এখনও বহাল রয়েছে।
এর আগে পুরানা পল্টনের কালভার্ট রোডে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা সভায় অংশ নেন।
জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনকারী এই ইসলামী দলগুলো ইতিমধ্যে দেশের আট বিভাগে সমাবেশ করেছে। তারা আশা করছে, নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের বৃহত্তর স্বার্থে জনগণ অংশগ্রহণ নিশ্চিত করবে।
