শহীদ রফিকুল আলমের ৫৪তম মৃত্যুবার্ষিকী পালিত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮:১১, ৮ ডিসেম্বর ২০২৫
স্কুল প্রাঙ্গণে শহীদদের স্মরণে নির্মিত বধ্যভূমি স্মৃতিফলক / ফাইল ফটো
আজ ৮ ডিসেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা শহীদ রফিকুল আলম এর ৫৪তম মৃত্যুবার্ষিকী।
১৯৭১ সালে ৭ ডিসেম্বর দিবাগত রাতে ৮ ডিসেম্বর আল্লারদর্গা বিটিসির সামনে পাক হানাদার ও রাজাকারদের সাথে সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধা রফিকুল আলম শহীদ হন।
শহীদ রফিকুল আলম ভেড়ামারা উপজেলার গোলাপ নগর গ্রামের মরহুম আসাদুজ্জামান খানের ছেলে।
বীর মুক্তিযোদ্ধা শহীদ রফিকুল আলমের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ রফিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
