কক্সবাজারে পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা
টানা দাপটে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে লাল–সবুজ যুবদল, সাদিয়া–জান্নাতের দুর্দান্ত জুটি জয় সহজ করল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:১৫, ৮ ডিসেম্বর ২০২৫
কক্সবাজারে পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা। ছবি: বিসিবি
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল কক্সবাজারে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে ২–১ ব্যবধানে এগিয়ে গেল লাল–সবুজরা। মাত্র ৩৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে বাংলাদেশের তীক্ষ্ণ বোলিং–আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৮৬ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল।
মামুলি লক্ষ্য তাড়ায় নেমে খুব একটা ভাল শুরু করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৬ রানে ওপেনার অরিত্রি মণ্ডল আউট হলে চাপে পড়ে দল। স্কোরবোর্ডে মাত্র দুই রান যোগ হতেই সাজঘরে ফেরেন সুমাইয়া আক্তার। মাত্র ৮ রানে দুই উইকেট হারিয়ে দোলাচলে পড়ে যুবদল।
জট ছাড়াতে সামনে থেকে নেতৃত্ব দেন অচেনা জান্নাত ও সাদিয়া ইসলাম। দু’জন মিলে গড়ে তোলেন মূল্যবান ৪৫ রানের জুটি।বাংলাদেশের ইনিংসে সবচেয়ে ঝড়ো ব্যাটিং করেন সাদিয়া। মাত্র ২৮ বলে ৩৫ রান, যার মধ্যে ৩ ছক্কা ও ৩ চার—তার মারমুখী ব্যাটিংয়ে ছন্দ ফিরে পায় দল।
দলকে ৫৩ রানে রেখে আউট হলেও সাদিয়ার কাজটা বাকি অংশ অনেকটাই সহজ করে দেয়।অপর প্রান্তে অবিচল থাকেন অচেনা জান্নাত। চতুর্থ উইকেটে তিনি একাই নিয়ন্ত্রণ নেন ম্যাচের। ২৫ বলে অপরাজিত ৩০ রান—৩ চার ও ১ ছক্কার ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
বাংলাদেশ লক্ষ্য ছুঁয়ে ফেলে ১৩.৩ ওভারে।এই জয়ে সিরিজে এগিয়ে গেল লাল–সবুজরা; বাকি ম্যাচগুলোতে আরও দাপট দেখানোর প্রত্যয় মেয়েদের।
