মঞ্চে আগুন তবুও নাচ থামাননি কৌশানি মুখার্জি
টলিউড তারকা কৌশানি মুখার্জি কাজের প্রতি নিষ্ঠা ও পেশাদারিত্বের এক অনন্য উদাহরণ স্থাপন করলেন।টলিউড অনলাইন প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কালো ফুলহাতা টি-শার্ট ও কালো সিক্যুয়েন্স প্যান্ট পরা কৌশানি মঞ্চে ‘রক্তবীজ ২’ সিনেমার গান ‘ও বন্ধু শোনেন না’-তে পারফর্ম করছিলেন। হঠাৎই আলো বা সাজসজ্জার কোনো অংশে আগুন লেগে যায়। আয়োজক ও নিরাপত্তাকর্মীরা আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়লেও অভিনেত্রী নিজের পারফর্মেন্স বন্ধ না করে তা সম্পন্ন করেন।