দেয়ালে পানের পিক, রেগে আগুন মিমি চক্রবর্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:৪৬, ৫ ডিসেম্বর ২০২৫
ভারতের কলকাতার নাগরিক জীবনের নানা সমস্যা, পথশিশু ও সারমেয়দের অধিকার থেকে শুরু করে পরিবেশ–সবকিছু নিয়েই নিয়মিত সোচ্চার অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী।
বৃহস্পতিবার সকালে আবারও ক্ষুব্ধ স্বরে অনুরোধ জানালেন শহরবাসীকে—এবার কারণ মা উড়ালপুলের দেওয়ালে যত্রতত্র পানের পিক ও আবর্জনা ফেলা।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ছবিতে দেখা যায়, মা উড়ালপুলের একটি অংশে লেগে আছে তাজা পানের পিকের দাগ। ছবিটি তুলে এক্স–এ (টুইটার) মিমি লিখেছেন—“কেন, কেন, কেন? কিছু ঘটলেই প্রশাসনকে দোষারোপ। কিন্তু আপনার সামান্য সিভিক সেন্সই অনেক কিছু বদলে দিতে পারে। এটা কোনও রকেট সায়েন্স নয়—শুধু ন্যূনতম নাগরিক দায়িত্ব। সিটি অফ জয় আমাদের গর্ব, তাহলে এর যত্ন নেবেন না কেন?”
তিনি পোস্টের স্ক্রিনশট ইনস্টাগ্রামেও শেয়ার করেন, যাতে আরও সচেতনতা তৈরি হয়।
মিমির মতে, রাস্তা, ব্রিজ বা ফুটপাতে যত্রতত্র পানের পিক, প্লাস্টিক, খাবারের প্যাকেট ফেলে দেওয়া এখনো অনেকের অভ্যাস। অথচ প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা নিয়মিত অনুরোধ করেও পরিস্থিতি খুব একটা বদলাতে পারছে না।
তিনি মনে করেন,“ব্যক্তিগত অভ্যাসে ছোট পরিবর্তনই বড় শহরকে পরিচ্ছন্ন রাখার সবচেয়ে বড় হাতিয়ার।”
অভিনয়জগতের পাশাপাশি মিমি বিভিন্ন সময় সারমেয় উদ্ধার, পথপশুর চিকিৎসা ও আশ্রয়–সংক্রান্ত কাজেও যুক্ত। তাঁর নিজের পোষ্য রয়েছে একাধিক। শখের বাগান করা ও পরিবেশ–বান্ধব জীবনধারার প্রচারেও তিনি পরিচিত।
এই বছর পুজোয় মুক্তি পেয়েছে উইন্ডোজ প্রোডাকশনের ছবি ‘রক্তবীজ ২’—যা ২০২৩ সালের সফল ছবিটির সিক্যুয়েল। বক্স অফিসে ছবিটি দর্শকের দারুণ সাড়া পেয়েছে। আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরার সঙ্গে এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন মিমি।
আগামী ২৩ জানুয়ারি ২০২৬ মুক্তি পেতে যাচ্ছে অরিত্র মুখোপাধ্যায়ের ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। সোহম মজুমদার, স্বস্তিকা দত্তদের সঙ্গে সেখানে আবারও নতুন চরিত্রে দেখা মিলবে মিমি চক্রবর্তীর।
