ইন্ডাস্ট্রিতে আমার কমফোর্ট জোন আবীর— জয়ার অকপট স্বীকারোক্তি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:০৭, ১৯ নভেম্বর ২০২৫
আবীর চট্টোপাধ্যায় এবং জয়া আহসান। ছবি: জয়া আহসানের ফেসবুক থেকে
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাকে নিয়ে বিশেষ অনুভূতি প্রকাশ করলেন তারকা জয়া আহসান। ‘এই সময়’–কে দেয়া এক সাক্ষাৎকারে জয়া জানান, ইন্ডাস্ট্রিতে তার সবচেয়ে বড় কমফোর্ট জোন হলেন আবীর।
জয়ার ভাষায়— “ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে কমফোর্ট জোন আবীর। ওর মতো একজন মানুষকে বন্ধু হিসেবে পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়।”
তিনি বলেন, খুব সহজভাবেই আমরা প্রায়শই অভিযোগ করি— পেশাগত জীবন ও পরিবার একসঙ্গে সামলানো কঠিন। কিন্তু আবীর বারবার প্রমাণ করেছেন, ইচ্ছে থাকলে এই দুই ক্ষেত্রই সমান দক্ষতায় সামলানো সম্ভব। তার কর্মনিষ্ঠা, শান্ত স্বভাব এবং পারিবারিক দায়িত্ববোধ জয়ার কাছে দৃষ্টান্ত হিসেবে ধরা দেয়।
জয়া আরও উল্লেখ করেন— আবীরের সঙ্গে কাজ করলেই তিনি সবচেয়ে বেশি স্বস্তি ও স্বাভাবিকতা অনুভব করেন। ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা এবং পেশাদারিত্ব— দুই দিক থেকেই আবীর তার কাছে অত্যন্ত সহায়ক একজন সহশিল্পী।
জয়া–আবীর জুটিকে দুই বাংলার দর্শক বহুবার পর্দায় পছন্দ করেছে। তাই জয়ার এই জন্মদিনবার্তা— ভক্তদের কাছে আরও আবেগঘন হয়ে পৌঁছেছে।
