জোবাইরুল আরিফের নেতৃত্বে চান্দগাঁও-বোয়ালখালীতে পথযাত্রা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২০:৩৪, ১৯ নভেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে শাপলা কলি মার্কায় মনোনয়ন প্রত্যাশী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফের নেতৃত্বে আজ (১৯ নভেম্বর) বিকেল চারটায় বহদ্দারহাট মোড় থেকে কালুরঘাট পর্যন্ত এক পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে অনুষ্ঠিত এ পথযাত্রায় শত শত তরুণ-প্রবীণ, দলীয় নেতা-কর্মী ও স্থানীয় জনগণ একযোগে অংশ নেন। বহদ্দারহাট মোড় থেকে শুরু হওয়া পথযাত্রা কালুরঘাট পর্যন্ত পুরো পথজুড়ে বিস্তৃত ছিল "শাপলা কলি" প্রতীকের স্লোগান, উৎসাহ ও উদ্দীপনায়।
এসময় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সর্বস্তরের জনগণ শাপলা কলি প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে স্লোগানে স্লোগানে জেগে ওঠে। পথযাত্রার পুরো পথজুড়ে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি এবং শাপলা কলির সুরে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
পথযাত্রা শেষে জোবাইরুল আরিফ বলেন, "চান্দগাঁও-বোয়ালখালীর মানুষের আগামি দিনের মুক্তির প্রতীক হবে এই 'শাপলা কলি'। আমরা চেয়েছিলাম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র প্রতীক হবে শাপলা, যেহেতু শাপলার সাথে এদেশের মানুষের আত্মার বন্ধন আছে। কিন্তু আমরা শাপলার পরিবর্তে শাপলা কলি পেয়েছি। আর আমরা এই শাপলা কলি দিয়েই মানুষের মুক্তির ফুল ফুটাতে চাই।"
এ সময় পথযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যায়, অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে জুবাইরুল আরিফের প্রতি নিজেদের আস্থার কথা জানান।
