ব্রিটনির সঙ্গে কার্দাশিয়ান বোনদের বিশেষ ‘গার্লস নাইট’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:২৩, ১৯ নভেম্বর ২০২৫
কিম , খোলোয়ে কার্দাশিয়ান ও ব্রিটনি স্পিয়ার্সের, ছবি: ইউএস উইকলি
কিম ও খোলোয়ে কার্দাশিয়ানের সঙ্গে ব্রিটনি স্পিয়ার্সের সম্প্রতি আয়োজন করা একান্ত ‘গার্লস নাইট’ ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে হলিউডে। দীর্ঘদিন পর এই তিন তারকার দেখা হওয়ার ঘটনাটি যে পরিকল্পিত—তা জানালেন তাদের ঘনিষ্ঠ একটি সূত্র।
সূত্রের দাবি, ব্রিটনির ম্যানেজার কেড হাডসনই পুরো পুনর্মিলনের আয়োজন করেন। তিনি নিজেই কিম কার্দাশিয়ানের সঙ্গে যোগাযোগ করে এই মিটিং সেট আপ করেন। যদিও তিন তারকাই একে অপরের খুব ঘনিষ্ঠ নন, তবে তারা কাজের প্রতি নিষ্ঠা, সংগ্রাম এবং গণমাধ্যমের তীব্র নজরদারি সামলানোর বিষয়ে একে অপরকে সম্মান করেন।
সূত্র জানায়—“এটা কোনো স্লিপওভার ছিল না। তারা রান্না করেছেন, আড্ডা দিয়েছেন, আর প্রেমের নতুন পথচলা নিয়ে কিছু কথা বলেছেন। ব্রিটনি কিম ও খোলোয়ের মেয়েদের কিছু নাচের স্টেপও শিখিয়েছেন—যা তারা খুব উপভোগ করেছে।”
সব মিলিয়ে সবাই দারুণ সময় কাটালেও ব্রিটনির অন্তর্মুখী স্বভাবের কথাও উল্লেখ করেছে সূত্রটি। তাদের ভাষ্য—ব্রিটনি দক্ষিণী পরিবারের মেয়ে হওয়ায় বেশ লাজুক; তবে প্রয়োজন হলে এরা সবাই পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
এই মিলনমেলার আগেই আলোচনায় ছিলেন ব্রিটনি। তার প্রাক্তন স্বামী কেভিন ফেডারলাইন গত মাসে নিজের স্মৃতিকথা ইউ থট ইউ নিউ প্রকাশ করেন। সেখানে ব্রিটনির সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে নানা দাবি উঠে এসেছে, যা গায়িকা তীব্র সমালোচনা করেন।
গত অক্টোবরেই ব্রিটনি ইনস্টাগ্রামে লেখেন—“আমি সবসময় চাইতাম আমার ছেলেদের সঙ্গে সময় কাটাতে। কিশোর বয়সী ছেলেদের সঙ্গে সম্পর্ক জটিল। তবুও তাদের বাবা আমার প্রতি যে অসম্মান দেখিয়েছে, তারা তা প্রত্যক্ষ করেছে।”
তিনি আরও জানান, গত পাঁচ বছরে দুই ছেলের একজন তাকে মাত্র ৪৫ মিনিট এবং অন্যজন ৪ বার দেখেছে। বইয়ের “মিথ্যা গল্পগুলো” তাকে কষ্ট দিচ্ছে বলেও অভিযোগ করেন ব্রিটনি।
