বায়োপিকে মাইলস টেলারের কাস্টিং নিয়ে ক্ষোভ জ্যাকসন কন্যার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩:০৮, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৩৯, ১৯ নভেম্বর ২০২৫
মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন। ছবি: সংগৃহীত
মাইকেল জ্যাকসনের আসন্ন হলিউড বায়োপিককে কেন্দ্র করে আবারও তীব্র বিরোধে জড়ালেন তার মেয়ে প্যারিস জ্যাকসন। বায়োপিকের মূল চরিত্রে হলিউডের এ-লিস্ট তারকা মাইলস টেলারের কাস্টিং, বাজেট ব্যবস্থাপনা ও এস্টেট নির্বাহীদের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে তিনি নতুন করে আদালতে অভিযোগ করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) করা এ নতুন আবেদনটি তার আগের মামলার পরবর্তী পদক্ষেপ। আগের মামলা বাতিল হওয়ার পর এবার আরও বিস্তারিত অভিযোগ তুলেছেন প্যারিস।
প্যারিসের অভিযোগ, এস্টেট উত্তরাধিকারীদের পাওনা কমিয়ে দেখাচ্ছে।
দাবি অনুযায়ী, এস্টেটের দুই নির্বাহী জন ব্রাঙ্কা ও জন ম্যাকক্লেইন এমন সব আর্থিক পদক্ষেপ নিচ্ছেন, যা উত্তরাধিকারীদের পাওনা “অস্বাভাবিকভাবে কমিয়ে দিচ্ছে”।
প্যারিসের আইনজীবী বলেন, এস্টেট এখন এমনভাবে চালানো হচ্ছে যেন এটি “উত্তরাধিকারীদের নয়, বরং নির্বাহীদের ব্যক্তিগত বিনিয়োগ তহবিল।”
প্যারিসের সবচেয়ে বড় আপত্তি—বায়োপিকে প্রযোজক হিসেবে জন ব্রাঙ্কা নাকি নিজের ভূমিকায় নিজেকেই অভিনয়ের জন্য মাইলস টেলারকে কাস্ট করেছেন।
তার ভাষায়, “এত ব্যয়বহুল ও অদ্ভুত ধরনের কাস্টিং কতটা বক্স অফিস সাফল্য এনে দেবে, তার কোনো নিশ্চয়তা নেই।”
ফাইলিংয়ে বলা হয়েছে, জর্ডান চ্যান্ডলার সংক্রান্ত এক পুরনো সমঝোতা চুক্তির কারণে, চলচ্চিত্রটিতে ব্যবহৃত প্রচুর ফুটেজ বাদ দিতে হয়েছে। যার ফলে ১০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ে রিশুট করতে হয়েছে।
আইনজীবী আরও জানান, এটি ঘটেছে কারণ প্রযোজক জন ব্রাঙ্কার ড্রামা ফিল্ম প্রযোজনার পর্যাপ্ত অভিজ্ঞতা নেই।
চলচ্চিত্রটির বাজেট কমপক্ষে ১৫০ মিলিয়ন ডলার বলে উল্লেখ করে প্যারিসের পক্ষ জানায়—এত বড় বাজেটের ৩.৫ ঘণ্টার বায়োপিক যদি ব্যর্থ হয়, তবে এটি এস্টেটের জন্য “গুরুতর বিপদ” ডেকে আনতে পারে।
প্যারিস জ্যাকসন আরও অভিযোগ করেছেন, বছরের কিছু আর্থিক নথি সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা চাইলে নির্বাহীরা “স্কর্চড–আর্থ লিটিগেশন স্ট্রাটেজি” বা কঠোর আইনি মোকাবেলায় নেমে পড়েছেন।
