কাবাডি বিশ্বকাপে ভারতের কাছে হারল বাংলাদেশ নারী দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩:১৭, ১৯ নভেম্বর ২০২৫
নারী কাবাডি বিশ্বকাপের চলতি আসরে ভারত ও বাংলাদেশ নারী দল। ছবি: সংগৃহিত
নারী কাবাডি বিশ্বকাপের চলতি আসরে প্রথম হার দেখল বাংলাদেশ। পরপর দুই জয়ের পর আজ মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শক্তিশালী ভারতের বিপক্ষে ৪৩-১৮ পয়েন্টে পরাজিত হয়েছে শাহনাজ পারভীনের দল।
ম্যাচের প্রথম ছয় মিনিটেই অলআউট হয়ে বড় চাপে পড়ে বাংলাদেশ। ১২-৫ স্কোরে এগিয়ে যায় ভারতের মেয়েরা। মাঝেমধ্যে রূপালি ও বৃষ্টিরা প্রতিরোধ গড়লেও চ্যাম্পিয়নদের গতির সামনে তা স্থায়ী হয়নি। প্রথমার্ধ শেষ হয় ২৯-৮ পয়েন্টে ভারতের সুস্পষ্ট লিড নিয়ে।
বিরতির পরও ম্যাচের গতিপথ বদলায়নি। ভারতের ধারাবাহিক আক্রমণে তৃতীয়বার অলআউট হয় লাল-সবুজের মেয়েরা। তখন ব্যবধান দাঁড়ায় ৪২-১৫। শেষ মুহূর্তে তিন পয়েন্ট তুলে কিছুটা ঘুরে দাঁড়ালেও ব্যবধান কমানো যায়নি।
আগামী শনিবার গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের চতুর্থ ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে। সেমিফাইনাল স্বপ্ন ধরে রাখতে ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই বিশ্বকাপ মিশনে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে উড়িয়ে দেয়।
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে নারীদের কাবাডি বিশ্বকাপ। সর্বশেষ ২০১২ সালে শিরোপা জিতেছিল ভারত। সেবার বাংলাদেশ থেমেছিল কোয়ার্টার ফাইনালে। এবার ঢাকা আয়োজিত টুর্নামেন্টে ১১টি দল অংশ নিচ্ছে, যেখানে ভারত, ইরান, নেপাল ও থাইল্যান্ডকে ধরা হচ্ছে ফেবারিট হিসেবে।
