শততম সেঞ্চুরি , রইল বাকি ১ রান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:০৪, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৩৩, ১৯ নভেম্বর ২০২৫
শততম টেস্টে ৯৯ রানে অপরাজিত মুশফিক। ছবি: সমাজকাল
মিরপুর শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ইতিহাস রচনা করলেন জাতীয় দলের ‘মি. ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে মাঠে নেমে দিন শেষে ৯৯ রানে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। তার অনবদ্য ইনিংসের ভরসায় প্রথম দিন শেষে বাংলাদেশ শক্ত অবস্থানে—৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান।
বাংলাদেশ ক্রিকেটে মাইলফলক এই উপলক্ষে মিরপুর স্টেডিয়ামে ছিল বিশেষ আয়োজন। সতীর্থরা তাকে দেয়া হয় গার্ড অনার, বিসিবির পক্ষ থেকে তুলে দেয়া হয় স্মারক। গ্যালারিতেও ছিল উচ্ছ্বাস—শততম টেস্টে মুশফিককে দেখতে হাজারো দর্শকের ভিড়।

বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ব্যাটিং শুরু করেন সাবলীলভাবে। কিন্তু সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি কেউই।
সাদমান ৩৫ রানে ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন।দ্রুতই মাহমুদুলও (৩৪) বড় শট খেলতে গিয়ে ম্যাকব্রাইনের দ্বিতীয় শিকার হন।
আইরিশ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের কিপটে বোলিং শুরুতেই ব্যাটসম্যানদের চাপে ফেলেছিল। অনেকক্ষণ বাউন্ডারি না আসায় চাপ ভাঙতে গিয়ে আউট হন নাজমুল হোসেন শান্ত—৮ রানে বোল্ড।
শততম টেস্টকে স্মরণীয় করতে মুশফিকের ব্যাট ছিল পুরোটা সময় ন稳稳। মুমিনুল হককে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে তারা গড়েন ২১৪ বলে ১০৭ রানের জুটি।
মুমিনুল ধীরস্থির ইনিংস খেলে ১২৮ বলে ৬৩ রান করে ম্যাকব্রাইনের চতুর্থ শিকার হন।
লিটন–মুশফিক জুটি: দিনের শেষ পর্যন্ত অটুট
পঞ্চম উইকেটে লিটন দাসকে নিয়ে ইনিংস মজবুত করেন মুশফিক।
তারা ১৬০ বলে ৯০ রানের জুটি গড়ে দিন শেষ করেন উইকেট না হারিয়ে।
মুশফিক ১৮৭ বলে ৫টি চার মেরে ৯৯ রানে অপরাজিত।
লিটন দাস ৮৬ বলে ৪৭ রানে অপরাজিত।
ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশের লক্ষ্য স্পষ্ট—এই টেস্ট জিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সিরিজ শেষ করা।
বাংলাদেশের স্কোর: ২৯২/৪ (৯০ ওভার)
