বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জি এম কাদেরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:২৩, ১৯ নভেম্বর ২০২৫
ভারতের বিরুদ্ধে বিজয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের অভিনন্দন।ছবি: সংগৃহীত
ভারতের বিরুদ্ধে বিজয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ফুটবল দল, কোচিং স্টাফ এবং দল সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক পরিসরে সব জয়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে দক্ষিন এশিয়ায় বড় দেশ ভারতের বিরুদ্ধে ২২ বছর পরের এই জয় আমাদের ফুটবল অংগনকে উজ্জীবিত করেছে।
তিনি বাংলাদেশ ফুটবল দলের এই জয়যাত্রা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন।
