জলবায়ু সুরক্ষায় পাথরঘাটায় নৌবহর
গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে জেলেদের কর্মসূচি
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৩:৫৬, ১৯ নভেম্বর ২০২৫
বরগুনার পাথরঘাটায় বাংলাদেশসহ সারা বিশ্বে গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে নদীতে নৌবহর নিয়ে বিক্ষোভ কর্মসূচি। ছবি: সংগৃহীত
বরগুনার পাথরঘাটায় বাংলাদেশসহ সারা বিশ্বে গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে নদীতে নৌবহর নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় জেলে ও পরিবেশবান্ধব আন্দোলনকারীরা। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে বিষখালী নদীতে এই নৌবহর কর্মসূচির আয়োজন করে জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন। কর্মসূচিতে শতাধিক জেলে অংশ নেন।
নৌবহরের কাফেলা নদীর বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে প্রতিরোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশের দাবি জানায়। কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও পতাকা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা নতুনবাজার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, বিএফডিসির আড়তদার কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, ‘ধরা’ পাথরঘাটা সমন্বয়ক ও উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক মিথুন মিত্র ও সোহাগ আকন।
বক্তারা বলেন, বিশ্ব উষ্ণতা বৃদ্ধির পেছনে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ভূমিকা সবচেয়ে বড়। শিল্প-কারখানা, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে অতিরিক্ত গ্যাস ও অন্যান্য জীবাশ্ম জ্বালানি পোড়ানোয় জলবায়ু পরিবর্তনের গতি ভয়াবহভাবে বাড়ছে। এতে শ্বাসকষ্ট, অ্যাজমা, হৃদরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি জমির ক্ষয়, পানি দূষণ, নদীভাঙন ও ভূমিকম্পের ঝুঁকিও বাড়ছে।
তারা আরও বলেন, “বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের অযাচিত বিস্তার বন্ধ করতে হবে। পরিবেশ ও মানবস্বাস্থ্যের সুরক্ষার জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ছাড়া বিকল্প নেই।”
কর্মসূচি শেষে জেলেরা নদীতে প্রতীকী ‘জলযাত্রা’ পালন করে গ্যাস নির্ভর জ্বালানি নীতি পুনর্বিবেচনা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
