বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৫ অগ্রাহায়ণ ১৪৩২

সাভারে ইটভাটা বন্ধে অভিযানের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি 

প্রকাশ: ১৩:৫৫, ১৯ নভেম্বর ২০২৫

সাভারে ইটভাটা বন্ধে অভিযানের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সাভারে ইটভাটা বন্ধে অভিযানের প্রতিবাদে মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

সাভারের আমিনবাজারের ভাঙা ব্রিজ এলাকায় ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটার মালিক ও শ্রমিকেরা। 

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পরে পুলিশের ধাওয়া ও অনুরোধে সড়ক ছাড়ে বিক্ষোভকারীরা।

শ্রমিকেরা জানান, পরিবেশ অধিদপ্তর সম্প্রতি সাভারের বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা, চিমনি ভেঙে ফেলা এবং ভাটা বন্ধ করে দিয়েছে। এতে হাজার হাজার শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়েছে। তারা ইটভাটা চালু রাখা ও অভিযান বন্ধের দাবিতে মহাসড়কে অবস্থান নেন।

ঘটনাস্থলে দেখা যায়, সকাল ১১টার দিকে মহাসড়কের দুই পাশে অন্তত দুই কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। যাত্রীরা বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিতে বাধ্য হন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সরে যাওয়ার আহ্বান জানান। শ্রমিকেরা স্লোগান দিতে থাকেন— “ইটভাটা চলবে, গাড়ির চাকা ঘুরবে।”

শ্রমিক সফিউল্লাহ বলেন, “আমরা ছয় মাস ভাটায়, ছয় মাস বাড়িতে কাজ করি। ভাটা বন্ধ করলে চলব কীভাবে? ভাটা চালুর ঘোষণা না দিলে আমরা রাস্তাও ছাড়ব না।”

ইটভাটা মালিক এবিএম ব্রিকসের জাহাঙ্গীর বলেন, “পরিবেশ অধিদপ্তর ঢালাওভাবে অভিযান চালিয়ে সব ভাটা বন্ধ করে দিচ্ছে। অন্তত ছয় মাস সময় দিলে আমরা পরিবেশবান্ধব প্রযুক্তিতে যেতে পারতাম। সময় না পেলে শ্রমিকেরা না খেয়ে মরবে। তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি।”

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ জানান, মালিক–শ্রমিকেরা ইটভাটা চালুর দাবিতে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন। বারবার অনুরোধেও না সরলে পরে ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরানো হয়। এখন যান চলাচল স্বাভাবিক।

এর আগে গত ১৭ আগস্ট সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। পরিপত্র অনুযায়ী, সেপ্টেম্বর থেকে টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও উৎপাদন কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাভারে ১০৭টি ইটভাটার মধ্যে মাত্র দুটি পরিবেশবান্ধব পদ্ধতিতে ইট তৈরি করে। পরিপত্র জারির পর থেকেই নিয়মিত অভিযানে ভাটা বন্ধ, জরিমানা ও চিমনি অপসারণ চলছে।

ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ইলিয়াস আহম্মেদ বলেন, “সাভার এলাকা অতিমাত্রায় দূষিত। তাই শুধু ইটভাটা নয়, পরিবেশের ক্ষতি হয় এমন কোনো প্রতিষ্ঠানই এখানে পরিচালিত হতে পারবে না— এই লক্ষ্যেই আমরা অভিযান চালাচ্ছি।”

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস: দেশজুড়ে বিশেষ আয়োজন
বিএনপি নেতাদের পোস্টারে তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির
শিশু-নিরাপত্তায় জাপার ৫ দফা নির্বাচনী ইস্তেহার, জানালো ইউনিসেফকে
রানওয়েতে শিয়ালের আনাগোনা, শাহ আমানতে ২৬ মিনিট দেরিতে ছাড়ল ফ্লাইট
৯ আসনে লড়ছেন ইসলামী যুব আন্দোলনের শীর্ষ নেতারা
ডিবি হেফাজতে সাড়ে ১০ ঘন্টা সাংবাদিক সোহেল; নেপথ্যে উপদেষ্টা ও কেমন কাটলো গরাদে- জানালেন সব
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সংকট সংগ্রামে সাফল্য’ মুক্তি পাচ্ছে
ট্রাম্প–সৌদি যুবরাজের ডিনারে রোনাল্ডো-ইলন মাস্ক; কী ছিল বিলাসী মেনুতে?
কেন ডিবিতে নেওয়া হয় সাংবাদিক সোহেলকে, জানাল ডিএমপি
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ তিনজনের ৪ কোটি ৬৪ লাখ শেয়ার অবরুদ্ধ
জলবায়ু সুরক্ষায় পাথরঘাটায় নৌবহর : গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে জেলেদের কর্মসূচি
সাভারে ইটভাটা বন্ধে অভিযানের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেনে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনল নিরাপত্তা বাহিনী
জাপানে অগ্নিকাণ্ডে ১৭০ ভবন পুড়ে ছাই, নিখোঁজ ১
অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত, দাবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর
সাংবাদিকদের সাথে এনসিপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মতবিনিময়
৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও বিশ্বকাপে
বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না
বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জি এম কাদেরের