আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন
আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন রাজধানীতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং এই ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ হতে পারে।