আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা বাসে আগুন
সাভার প্রতিনিধি
প্রকাশ: ১০:৩৬, ১২ নভেম্বর ২০২৫
সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে আলিফ পরিবহনের বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়রা জানান, বাইপাইল-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী বাসটি সড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। হঠাৎ করেই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
ডিইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।”
বাসের চালক আব্দুস সাত্তার বলেন, সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনার কারণে তিনি বাসেই ঘুমাতেন। “হঠাৎ উত্তাপ টের পেয়ে দেখি দুই যুবক মোটরসাইকেলে করে পালাচ্ছে,” বলেন তিনি। তাঁর মতে, এ ঘটনায় বাসের মালিক মো. সোহেল সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছেন।
ওসি আব্দুল হান্নান আরও জানান, “কিছুদিন ধরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এবং রাজধানীসহ বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গেও সেই চক্র জড়িত থাকতে পারে।”
পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।
আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন রাজধানীতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং এই ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ হতে পারে।
