তোমাকে বাংলাদেশের দরকার, হাদীকে মোনামি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:০৮, ১৬ নভেম্বর ২০২৫
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে নিয়ে প্রশংসায় ভাসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন—“তোমাকে বাংলাদেশের দরকার।”
শনিবার রাতে নিজের ফেসবুক ওয়ালে লিখতে গিয়ে শিক্ষিকা মোনামি জানান, জীবনে কখনো ভাবেননি কাউকে ভোট দিতে না পারার জন্য আফসোস হবে। কিন্তু হাদীর প্রার্থী হওয়ার পর তিনি সত্যিই সেই আফসোস অনুভব করছেন। অসুস্থতার কারণে ভোটকেন্দ্র পরিবর্তন করতে পারেননি বলেও আক্ষেপ করেন তিনি।
হাদীর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে শিক্ষিকা মোনামি লেখেন—“তুমি সততা ও দৃঢ়তার পরিচয় দিয়ে নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব করছো। তোমার কথা স্পষ্ট, লক্ষ্য নির্ধারিত। বাংলাদেশের সংসদে তোমার মতো একজন এমপি দরকার। অপেক্ষায় রইলাম।”
তিনি আরো বলেন,“পরের নির্বাচনে (যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং নির্বাচন হয়), তবে আমার কেন্দ্র হবে ঢাকা-৮।”এই নির্বাচনের জন্য তিনি হাদীর প্রতি শুভকামনাও জানান।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন শরিফ ওসমান হাদী। শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে তিনি তরুণ ভোটারদের কাছে ইতোমধ্যেই পরিচিত মুখ।
জুলাই-আগস্ট আন্দোলনের সময় থেকেই আলোচিত হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেও সক্রিয় ভূমিকা রাখেন। তার প্রচারণা, মাঠপর্যায়ের কর্মসূচি, তরুণ নেতৃত্বের বার্তা—সব মিলিয়ে ঢাকার কেন্দ্রীয় এই আসনে তাকে নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সক্রিয় আন্দোলনের অভিজ্ঞতা, স্বচ্ছ ভাবমূর্তি এবং বিকল্প নেতৃত্বের প্রতিশ্রুতি—এসব কারণে তরুণদের মধ্যে হাদীর প্রতি বাড়ছে আগ্রহ। শিক্ষিকা মোনামির সাম্প্রতিক পোস্ট সেই আলোচনাকে আরও জোরদার করেছে।
