আইপিএল মিনি নিলামের ধাক্কা, বড় অনেক তারকা রিলিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৩৯, ১৬ নভেম্বর ২০২৫
আইপিএল মিনি নিলামের ধাক্কা। ছবি: সংগৃহীত
আইপিএল মিনি নিলাম সামনে রেখে দলগুলো যে ব্যাপক রদবদলের দিকে এগোচ্ছে, তার সবচেয়ে বড় আলোড়ন তুলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দীর্ঘদিনের ভরসা, চ্যাম্পিয়ন দলের ম্যাচ উইনার আন্দ্রে রাসেলকে বিদায় জানিয়েছে কেকেআর। একই সঙ্গে ছেড়ে দিয়েছে গত মৌসুমের আলোচিত ক্রয় ভেঙ্কটেশ আইয়ারকেও।
বিদেশি স্লটে বড় কাটছাঁট: কেকেআরের হাতে রেকর্ড পার্স
কেকেআর শুধু ভারতীয় নয়, বিদেশি কোটা থেকেও ছয়জনকে ছেড়েছে।
তালিকায় আছেন: কুইন্টন ডি কক, আনরিখ নরকিয়া, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলি ও স্পেন্সার জনসন।
এর বাইরে মায়াঙ্ক মারকান্ডে বাণিজ্য চুক্তিতে গেছেন মুম্বাই ইন্ডিয়ানসে।
সব মিলিয়ে কেকেআরের হাতে এখন ৬৪.৩ কোটি রুপি—সব দলের মধ্যে সর্বোচ্চ।
মোট খালি স্লট ১৩টি, এর মধ্যে বিদেশি স্লট ৬টি।
এত বড় অঙ্কের পার্স নিয়ে কেকেআর যে মিনি নিলামে ‘মেগা–মুভ’ করার প্রস্তুতি নিচ্ছে, তা নিশ্চিত।
চেন্নাই সুপার কিংস: জাদেজা-কারান ট্রেডে চমক
ট্রেডিং উইন্ডোতে সবচেয়ে আলোচিত দলে পরিণত হয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)।
রবীন্দ্র জাদেজা – ট্রেড, স্যাম কারান – ট্রেড, মাথিশা পাথিরানা – রিলিজ, ডেভন কনওয়ে – রিলিজ, রাচিন রবীন্দ্র – রিলিজ।
দীর্ঘদিনের ফিনিশিং শক্তি ধরে রাখতে সিএসকে এখন নতুন বিদেশি ব্যাটার খোঁজার দৌড়ে।
রাজস্থান রয়্যালস: হাসারাঙ্গা–থিকসানা যুগের ইতি
সঞ্জু স্যামসন ও নীতিশ রানাকে বাণিজ্যে পাঠানোর পর শ্রীলঙ্কান স্পিন যুগল হাসারাঙ্গা–থিকসানাকেও রিলিজ করেছে রাজস্থান।
এছাড়া বাদ গেছেন: কুনাল সিং রাঠোর, আকাশ মাধওয়াল, অশোক শর্মা, ফজল ফারুকি, কুমার কার্তিকেয়া।
রাজস্থানের হাতে এখন ১৬.০৫ কোটি রুপি, খালি ৯টি স্লট।
পাঞ্জাব কিংস: ইংলিস-ম্যাক্সওয়েলকে ছেড়ে বড় পরীক্ষা
২০২৫ আইপিএলের রানার্সআপ পাঞ্জাব কিংসও হালকা হচ্ছে। জশ ইংলিস – রিলিজ, গ্লেন ম্যাক্সওয়েল – রিলিজ।
অ্যারন হার্ডি, কুলদীপ সেন, প্রবীণ দুবে ও ম্যাক্সওয়েলকে ছাড়া পাঞ্জাব আরেকবার টপ-অর্ডারে রিসেট করার পথে।
আরসিবি: চ্যাম্পিয়ন দলের বড় কাটছাঁট
প্রথমবারের মতো আইপিএল জেতার পর বেঙ্গালুরু দলবদলে বেশ ব্যস্ত।
বিদেশি তালিকায় রিলিজ: লিয়াম লিভিংস্টোন, টিম সাইফার্ট, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজারাবানি
ভারতীয় রিলিজ: মায়াঙ্ক আগরওয়াল, স্বস্তিক চিকারা, মনোজ ভান্ডাজে, মোহিত রাঠি।
আরসিবি এবার অলরাউন্ডার ও ব্যাকআপ পেসারদের দিকে নজর দেবে বলে ধারণা।
মুম্বাই ইন্ডিয়ানস: নয়জনকে বিদায়
ট্রেডিং উইন্ডোতে শারদুল ঠাকুর ও শেরফেন রাদারফোর্ডকে দলে নেওয়ার পরও মুম্বাই বড় কাটছাঁট করেছে।
রিলিজ তালিকায়: স্যাত্যায়নারায়ণ রাজু, ভিগনেশ পুথুর, রিস টপলি, বেভন জ্যাকবস, মুজিব উর রহমান, লিজাড উইলিয়ামস, করণ শর্মা ও লোকেশ শ্রিজিথ।অর্জুন টেন্ডুলকার (বাণিজ্যে এলএসজিতে)
দিল্লি ক্যাপিটালস: ফাফ ডু প্লেসি আউট
দিল্লির রিলিজ তালিকায় দুই বড় নাম: ফাফ ডু প্লেসি, মোহিত শর্মা।
এছাড়া ছেড়েছে: জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ডোনোভান ফেরেইরা (ট্রেড), সেদিকুল্লাহ আতাল, মানভন্থ কুমার ও দর্শন নালকাণ্ডে।
লখনউ সুপার জায়ান্টস (এলএসজি): মিলার-রবি বিষ্ণো ছাড়া আরও ৮ জন
এলএসজির তালিকা: ডেভিড মিলার, রবি বিষ্ণো, আকাশ দীপ, শামার জোসেফ, আরিয়ান জুয়াল, যুবরাজ চৌধুরী ও রাজবর্ধন হাঙ্গারগেকার।
সানরাইজার্স হায়দরাবাদ: শামির পর আরও সাতজন বাদ
ট্রেডে মোহাম্মদ শামিকে ছাড়ার পর রিলিজ করেছে: অ্যাডাম জাম্পা, অভিনব মনোহর, রাহুল চাহার, ভিয়ান মুলডার, অথর্ব তাইডে, সাচীন বেবি, সিমারজিত সিং।
গুজরাট টাইটানস: কোয়েটজি ও শানাকাও ছাড়া
গুজরাটের রিলিজ তালিকায়: জেরাল্ড কোয়েটজি, দাসুন শানাকা, মহিপাল লোমর, করিম জানাত, কুলওয়ান্ত খেজরোলিয়া।
