এস্তেভাও–ক্যাসেমিরোর জোড়া আঘাতে সহজ জয় ব্রাজিলের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:৪৯, ১৬ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক ফুটবলে আফ্রিকান দলগুলোর বিপক্ষে লাতিন পরাশক্তিদের আধিপত্য যেন অব্যাহত। আগের দিন অ্যাঙ্গোলাকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।
একই ব্যবধানে এবার সেনেগালকে হারাল ব্রাজিল। আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে শনিবার রাতে কার্লো আনচেলত্তির দল প্রথমার্ধের দুর্দান্ত পারফরম্যান্সেই নিশ্চিত করে ফেলেছিল তাদের জয়।
প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবলে এগিয়ে যায় সেলেসাও। এস্তেভাও, ম্যাথিউস কুনহা, রদ্রিগো আর ভিনিসিয়ুস জুনিয়রের টানা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ব্রাজিল।
শুরুতেই কুনহার হেড বার কাঁপিয়ে দিলে গোল পাওয়ার আভাস মেলে। অবশেষে ২৮ মিনিটে লিড নেয় তারা।
কাসেমিরোর পাস নিয়াখাতে লেগে দিক পরিবর্তন করে এস্তেভাওয়ের সামনে পড়ে। ১৮ বছর বয়সী এই তরুণ উইঙ্গার বাম পায়ের জোরালো শটে জাল কাঁপিয়ে দেন দলকে এগিয়ে নিয়ে।
গত ১০ ম্যাচে এটি তার চতুর্থ গোল—যা আগামী বিশ্বকাপের জন্যও তাকে আলোচনায় রাখছে জোরেশোরে।
৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ক্যাসেমিরো। ফ্রি কিক থেকে রদ্রিগোর শট ডি-বক্সে ফাঁকা জায়গায় পেয়ে নিয়ন্ত্রণে নেন ক্যাসেমিরো এবং দ্রুত শট নিয়ে গোলকিপারকে পরাস্ত করেন।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল বেশ কিছু সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি। যদিও বিরতির পরপরই ব্রাজিল গোলকিপার এডারসনের ভুলের সুযোগ কাজে লাগাতে পারতেন সেনেগালের ইলিমান। কিন্তু তার শট পোস্টের বাইরে দিয়ে যায়।
সেনেগালের সবচেয়ে বড় তারকা সাদিও মানে ছিলেন ফিকে। ৭৫ মিনিটে তাকে তুলে নিতে বাধ্য হয় দলটি। পুরো ম্যাচে ব্রাজিলের শক্ত রক্ষণভাগের সামনে কোনো ধারই দেখাতে পারেনি দুইবারের আফ্রিকার বর্ষসেরা এই ফুটবলার।
২০১৯ সালের প্রথম দেখায় ১-১ ড্র। ২০২৩ সালে দ্বিতীয় দেখায় ৪-২ ব্যবধানে জয় পেয়েছিল সেনেগাল। অবশেষে সেই হারের জবাবই দিল কার্লো আনচেলত্তির ব্রাজিল।
