রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

সরকারি চাকরিজীবীরা যেভাবে আয়করের হিসাব করবেন

​​​​​​​নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:০৩, ১৬ নভেম্বর ২০২৫

সরকারি চাকরিজীবীরা যেভাবে আয়করের হিসাব করবেন

আয়কর। ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য প্রতিবছর তাদের আয় ও ব্যয়ের বিবরণ জানিয়ে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। বিশেষ করে দশম গ্রেড বা তার উপরের পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের জন্য এটি অবশ্যই পালনীয়। রিটার্ন না দিলে বেতন-ভাতা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কীভাবে তাদের আয় ও কর হিসাব করবেন, তা জানা অত্যন্ত জরুরি।

প্রতিবছর ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের আয়ের হিসাব দিতে হয়। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত আছে।

একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যায়। ধরুন, জাহিদ কবির একজন সরকারি কর্মকর্তা। তার ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের আয়–ব্যয়ের হিসাব করতে হবে। জাহিদ কবিরের আয় হলো মাসিক মূল বেতন ২৬,০০০ টাকা। এছাড়া তিনি দুটি উৎসব বোনাসে ২৬,০০০ করে ৫২,০০০ টাকা পান, চিকিৎসার ভাতা ১,৫০০ টাকা, শিক্ষাসহায়ক ভাতা ৫০০ টাকা এবং বাংলা নববর্ষ ভাতা ৪,৪০০ টাকা। এছাড়া তিনি সরকারি বাসায় থাকেন, যা রাজধানীর বেইলি রোডে অবস্থিত।

জাহিদ কবির প্রতি মাসে ভবিষ্য তহবিলে ৩,২০০ টাকা জমা রাখেন। হিসাবরক্ষণ অফিস থেকে পাওয়া প্রত্যয়নপত্র অনুযায়ী, ৩০ জুন ২০২৫ পর্যন্ত ভবিষ্য তহবিলে অর্জিত সুদের পরিমাণ ছিল ২৯,৫০০ টাকা। এছাড়া কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমা তহবিলে প্রতি মাসে বেতন থেকে যথাক্রমে ১৫০ ও ১০০ টাকা কর্তন হয়েছে।

করযোগ্য আয়

২০২৫–২৬ করবর্ষের জন্য জাহিদ কবিরের মোট আয়ের হিসাব করা হলে দেখা যায়, মূল বেতন ৩১২,০০০ টাকা এবং উৎসব বোনাস ৫২,০০০ টাকা মিলিয়ে মোট ৩৬৪,০০০ টাকা। চিকিৎসার ভাতা, শিক্ষাসহায়ক ভাতা এবং বাংলা নববর্ষ ভাতা আইন অনুযায়ী করমুক্ত। তাই করযোগ্য আয় হলো ৩৬৪,০০০ টাকার মধ্যে ৩,৬৪,০০০ – ৬,৪০০ (ভাতা) = ৩৫৭,৬০০ টাকা।

করের হিসাব

কর ধার্য করা হয় করযোগ্য আয়ের ওপর। প্রথম ৩৫০,০০০ টাকা পর্যন্ত করহার শূন্য। তাই জাহিদ কবিরের ৩৫৭,৬০০ টাকার মধ্যে ৭,৬০০ টাকার ওপর কর ধার্য হবে। প্রাথমিক হিসাব অনুযায়ী, করের পরিমাণ দাঁড়ায় ৭০০ টাকা।

বিনিয়োগজনিত কর রেয়াত

জাহিদ কবির ভবিষ্য তহবিলে ৩৮,৪০০ টাকা, কল্যাণ তহবিলে ১,৮০০ টাকা এবং গোষ্ঠী বিমা তহবিলে ১,২০০ টাকা বিনিয়োগ করেছেন। সব মিলিয়ে ৪১,৪০০ টাকা। বিনিয়োগজনিত কর রেয়াতের হিসাব হলো মোট আয়ের ৩ শতাংশ, মোট অনুমোদিত বিনিয়োগের ১৫ শতাংশ এবং সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকার মধ্যে সর্বনিম্ন যা হয়। জাহিদ কবিরের ক্ষেত্রে এই হিসাব অনুযায়ী কর রেয়াতের পরিমাণ ৬,২১০ টাকা।

যেহেতু করের হিসাব অনুযায়ী তার প্রাপ্য কর রেয়াত ৬,২১০ টাকা, কিন্তু করের দায় মাত্র ৭০০ টাকা, তাই বিনিয়োগজনিত রেয়াত কোনোভাবে কর কমাতে পারবে না। সেক্ষেত্রে তার করের পরিমাণই ৭০০ টাকা।

ন্যূনতম কর

আইন অনুসারে, করদাতাদের ন্যূনতম করও নির্ধারিত আছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যূনতম কর ৫,০০০ টাকা। অন্য সিটি করপোরেশন এলাকায় ন্যূনতম চার হাজার টাকা এবং সিটি করপোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় তিন হাজার টাকা। সুতরাং, জাহিদ কবিরকে তার অবস্থান অনুযায়ী ৫,০০০ টাকা কর দিতে হবে।

এভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের বেতন, ভাতা, বিনিয়োগ ও অন্যান্য অর্থনৈতিক উপাদান বিবেচনা করে আয়কর রিটার্ন পূরণ করতে পারেন। করের হিসাব সঠিকভাবে করার জন্য প্রত্যয়নপত্র, ভবিষ্য তহবিল, কল্যাণ তহবিল ও অন্যান্য কর্তন বিবরণ অবশ্যই সংগ্রহ করতে হবে। সঠিক হিসাব ও সময়ে রিটার্ন জমা দেওয়া কর্মজীবীদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এবং বেতন-ভাতার মধ্যে জটিলতা এড়াতে সাহায্য করে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত
২৬ বাংলাদেশিকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
সরকারি চাকরিজীবীরা যেভাবে আয়করের হিসাব করবেন
গণভোটের ফাঁদে দেশকে ঠেলে দিলে পালানোর হেলিকপ্টারও পাবে না
ভারত–পাকিস্তান সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়
বিএনপি নেতা কুপিয়ে হত্যা: আধিপত্য বিস্তারকেই কারণ মনে করছে পুলিশ
হঠাৎ কমল স্বর্ণের দাম
হাফ ভাড়া নিয়ে শ্রমিক–শিক্ষার্থী সংঘর্ষ: অর্ধশতাধিক বাস ভাঙচুর
রাজধানীর আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার