নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪১, ১৬ নভেম্বর ২০২৫
ককটেল বিস্ফোরণে পথচারীর আব্দুল বাসিরের পায়ে ও হাতে জখম হয়েছে। ছবি : সংগৃহীত
রাজধানীর নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে এক পথচারী আব্দুল বাসির (৫০) আহত হয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আব্দুল বাসির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি হেঁটে বাংলামোটরের দিকে তাঁর অফিসে যাচ্ছিলেন। বিস্ফোরণের সময় তার পায়ে ও হাতে জখম হয়েছে। আহত ব্যক্তি প্রথম আলোকে বলেন, “সকালটাও অন্য দিনের মতো শুরু করছিলাম। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। আমি বুঝতেই পারিনি কী হলো।”
আব্দুল বাসিরের ধারণা, বিস্ফোরণটি উড়ালসড়কের ওপর থেকে ককটেল ছুঁড়ে মারা হয়েছে।
এই ঘটনা ঘটে এমন সময়ে যখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট উত্তেজনাপূর্ণ। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর নির্ধারিত ছিল। ওই দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ‘লকডাউন’ ঘোষণা করে কার্যক্রম স্থগিত রাখার চেষ্টা করা হয়েছিল।
তবে, ৭ নভেম্বর রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়। আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ওই মামলার রায় ঘোষণা করা হবে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রায়ের আশেপাশের সময়ে বিভিন্ন স্থানে ঘটে যাওয়া এই ধরনের বিস্ফোরণ রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা চ্যালেঞ্জের প্রতিফলন। আওয়ামী লীগ অনলাইনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে, এবং এর প্রভাব স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির উপর পড়ছে।
নিউ ইস্কাটন রোডের ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত আব্দুল বাসিরকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্ফোরণটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
