হাফ ভাড়া নিয়ে শ্রমিক–শিক্ষার্থী সংঘর্ষ: অর্ধশতাধিক বাস ভাঙচুর
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৭:০২, ১৬ নভেম্বর ২০২৫
বরিশালে হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশতাধিক বাস ভাঙচুর এবং দুই পক্ষের অন্তত ৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত ৭টার দিকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে এ সংঘর্ষ শুরু হয়, যা প্রায় দুই ঘণ্টা ধরে চলে। পরে রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুলাদী থেকে বরিশাল শহরে আসার পথে এক শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে বাস শ্রমিকরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে—এ অভিযোগ ছড়িয়ে পড়লে বিএম কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে জড়ো হন। সেখানে শ্রমিকদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষের সূচনা হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং শিক্ষার্থীরা বাস ভাঙচুর ও সড়কে আগুন ধরিয়ে দেয়।
বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, হাফ ভাড়া আমাদের অধিকার। একজন শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে আমরা স্ট্যান্ডে যাই। তখন শ্রমিকরা আমাদের ওপর হামলা চালায়। এতে ২০–২৫ জন শিক্ষার্থী আহত হয়।
অন্যদিকে শ্রমিকরা হামলার অভিযোগ অস্বীকার করেছে। পরিবহন শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, শিক্ষার্থীর সঙ্গে সামান্য কথাকাটাকাটি হয়েছিল। কিন্তু পরে কয়েকশ শিক্ষার্থী এসে কোনো কারণ ছাড়াই অর্ধশত বাস ভাঙচুর করে এবং ১৫–২০ জন শ্রমিককে মারধর করে গুরুতর আহত করে।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত পরে জানানো হবে।
