হাজারীবাগে কলেজের সামনে পার্কিং করা বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১০, ১৬ নভেম্বর ২০২৫
রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ রোডে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে কলেজের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন লাগানো হয়। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি বলেন, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি।
পুলিশ জানায়, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কারা কী উদ্দেশ্যে আগুন দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, গভীর রাতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় তারা উদ্বেগে রয়েছেন। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে বলে জানা গেছে।
