রাজধানী ও আশপাশের আইন-শৃঙ্খলা রক্ষায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪৩, ১৪ নভেম্বর ২০২৫
রাজধানী ও আশপাশের আইন-শৃঙ্খলা রক্ষায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা জোরদারে বিজিবির এই অতিরিক্ত টিম মাঠে কাজ করছে।
তিনি আরও জানান, প্রয়োজন অনুযায়ী বিজিবির সদস্যরা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।
