শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

রাতের রাজধানীতে আতঙ্ক, রাস্তাঘাট ফাঁকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩:৪৩, ১৩ নভেম্বর ২০২৫

রাতের রাজধানীতে আতঙ্ক, রাস্তাঘাট ফাঁকা

‘ঢাকা লকডাউন’ কর্মসৃচিকে ঘিরে গত দুদিন ধরে রাজধানীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসৃচিকে ঘিরে গত দুদিন ধরে রাজধানীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবারের মতো আজ বৃহস্পতিবারও সন্ধ্যার পর থেকেই রাস্তাঘাট নিরব হয়ে পড়ে। যানবাহন কমে যায়। জনসাধারণও ছিল কম।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালেও রাজধানীতে রাস্তাঘাটে যানবাহন কম ছিল। দুপুরের পর ধীরে ধীরে বেড়েছে। তবে সন্ধ্যার পর তা আবারও কমেছে। 

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছিল। তবে কি ধরণের কর্মসূচি তা স্পষ্ট জানা যায়নি। সেই কর্মসূচি ঘোষণার পর থেকেই এর প্রভাব পড়তে শুরু করে রাজধানীতে। 

বিশেষ করে রাজধানীতে গত বুধবার বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাত-আটটি যানবাহনে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। কিছু জায়গায় ককটেল বিষ্ফোরণও হয়।

নাশকতার অভিযোগে অব্যাহত ছিল পুলিশের গ্রেপ্তার। শুধু ঢাকা থেকেই দেশের বিভিন্ন স্থানের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি, মগবাজার, গুলিস্তান, উত্তর বাড্ডাসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সড়কে গণপরিবহন চলাচল তেমন একটা দেখা যায়নি। যেখানে প্রতিদিন রাজধানীর বড় বড় সড়কে যানজট লেগে থাকতো, সেই সড়কগুলো আজ প্রায় ফাঁকা।

পরিবহন সংকটের কারণে অফিস শেষে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেককেই বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। কেউ কেউ হেঁটেও গন্তব্যে পৌঁছেছেন।

পথচারিরা জানান, গত কয়েক দিনের বাস পোড়ানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরবাসী আতঙ্কিত। অনেকেই জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না। তাছাড়া সড়কে গাড়ির সংখ্যাও কম।

সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী টার্মিনালে রাত আটটার দিকে খোঁজ নিয়ে জানা যায়, অগ্নিসংযোগের শঙ্কায় অনেক পরিবহন মালিক রাস্তায় বাস নামাননি। বড় কোম্পানির অল্প সংখ্যক বাস চললেও বেশিরভাগ মালিক আতঙ্কে বাস বন্ধ রেখেছেন এবং অগ্রিম টিকিট কাটা যাত্রীদের টাকা ফেরত দিয়েছেন। 

পুরান ঢাকার ব্যস্ততম এলাকা বংশালেও আজ যানবাহনের চাপ নেই। রাত আটটার দিকে মালামালবাহী ট্রাকের আধিক্য বেশি ছিল। এছাড়া সাভারের প্রধান সড়কে অনেককে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। প্রতিদিনের তুলনায় আজ ২০-৩০ মিনিট সময়ের ব্যবধানে বাস চলাচল করছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র