শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

| ১ অগ্রাহায়ণ ১৪৩২

লকডাউনে ঢাকার চলাচল অর্ধেক থেমে গেল: রাস্তায় নীরবতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২৬, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫৯, ১৩ নভেম্বর ২০২৫

লকডাউনে ঢাকার চলাচল অর্ধেক থেমে গেল: রাস্তায় নীরবতা

সকাল ১০ টার পর দোয়েল চত্বর, ছবি সমাজকাল

রাজধানী ঢাকা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকেই অস্বাভাবিকভাবে শান্ত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা “লকডাউন” কর্মসূচির কারণে সকাল থেকেই শহরজুড়ে ছড়িয়ে পড়ে সতর্কতা, আতঙ্ক এবং অনিশ্চয়তা। ফলে স্বাভাবিক দিনের তুলনায় প্রায় ৪৫–৫০ শতাংশ কম যান চলাচল দেখা গেছে। পরিবহন মালিকেরা বাস চালু রাখলেও যাত্রী সংকট তীব্র ছিল সব এলাকাতেই।

ঢাকার প্রধান সড়কগুলো, গুরুত্বপূর্ণ মোড়, বাস টার্মিনাল, রেলস্টেশন ও ক্যাম্পাস এলাকায় সকাল থেকে  যে চিত্র দেখা গেছে, তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো—
ঢাকার এলাকাভিত্তিক চিত্র
রাজধানীর সবচেয়ে ব্যস্ত এলাকাগুলো সকাল ৮টা থেকেই অস্বাভাবিকভাবে ফাঁকা।
শাহবাগ , মতিঝিল, কাওরান বাজার মোড়ে গাড়ি চলাচল ছিল কম
ঢাকা মেডিকেল–হাইকোর্ট–গুলিস্তান অংশে রিকশার সংখ্যা ছিল বেশি, বাস ছিল কম
গুলিস্তানে সকাল ১১টা পর্যন্ত বেশিরভাগ দোকান আধা-খোলা অবস্থায় ব্যবসা চালায়
দোকানি মিজানুর রহমান সমাজকালকে বলেন, “পরিবেশ বুঝে দোকান খুলেছি। পুলিশ আছে ঠিকই, কিন্তু মানুষই তো আসছে না—ব্যবসা আজ প্রায় নেই।”

 মিরপুর–পল্লবী–আগারগাঁও

মিরপুরে বড় ধরনের যানজট না থাকলেও মানুষের চলাচল তুলনামূলক কম ছিল।
পল্লবী—চলাচল সাধারণ দিনের তুলনায় ৫০% কম
আগারগাঁও–ইসিএস ভবন–সেক্রেটারিয়েটমুখী সড়কে সরকারি যানবাহন ছাড়া বেশি চলাচল নেই
মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পুলিশের অতিরিক্ত চেকপোস্ট স্থাপন
একজন নারী কর্মজীবী বলেন, “কাজে যেতেই হবে, কিন্তু বাস পাওয়া কঠিন ছিল। রাস্তা ভয়ঙ্কর ফাঁকা ছিল।”

উত্তরা–এয়ারপোর্ট–কাজীপাড়া


উত্তরার রাস্তা সবসময় ব্যস্ত থাকে, কিন্তু লকডাউনের দিনে সকাল থেকে অস্বাভাবিক শান্ত।
এয়ারপোর্ট রোডে আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক থাকলেও যাত্রীবাহী পরিবহন কম
উত্তরা ৩,৪,৬ নম্বর সেক্টরগুলোতে রিকশা নির্ভর চলাচল বেশি দেখা গেছে

উত্তরা মেট্রো স্টেশনে যাত্রী উপস্থিতি প্রায় অর্ধেকে নেমে আসে


যাত্রাবাড়ী–ধানমণ্ডি–ফার্মগেট

ঢাকার সবচেয়ে ব্যস্ত অংশগুলো:
যাত্রাবাড়ী–চিটাগাং রোড অংশে ট্রাক ও পণ্যবাহী গাড়ি কম
ফার্মগেট–কারওয়ান বাজারে সাধারণ দিনের তুলনায় ৬০% কম যানবাহন
ধানমণ্ডি এলাকায় স্কুল–কলেজে উপস্থিতি ছিল ২৫–৩০% মাত্র
যান চলাচল: সংখ্যায় কী দেখা গেল?
পরিবহন মালিক সমিতি বাস চালানোর ঘোষণা দিলেও রাস্তায় বাস্তব চিত্র ছিল এমন—
মিনিবাস/লোকাল বাস: ৫০% কম
দূরপাল্লার বাস: ৭০% কম
রাইডশেয়ার গাড়ি: সকালের দিকে চাহিদা বেশি, সরবরাহ কম
রিকশা: প্রায় স্বাভাবিক

গাবতলী, মহাখালী, সায়েদাবাদ , বাস টার্মিনাল — তিনটিতেই যাত্রী সংকট ছিল তীব্র। কাউন্টারে সিরিয়াল প্রায়ই ছিল না বললেই চলে।

নিরাপত্তার কমতি নেই। ডিএমপি, র‍্যাব ও বিজিবির অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে তল্লাশি বাড়ানো হয়েছে। কয়েকটি এলাকায় মোটরসাইকেল চলাচলে নজরদারি কড়া।
আগের দিন রাতের ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করেছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে জামায়াতের মিছিল
আসিফ আকবরের ‘ফুটবল বিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
বিশ্বমঞ্চের লাইমলাইট চুরি করেছেন ঐশ্বরিয়া রাই একাই…
তারেক রহমান ক্ষমতায় এলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হবে
সীতাকুণ্ডে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৩ পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করল র‌্যাব-৭
আমরা ইউনূসের সনদ রিজেক্ট করেছি। আমরা জনতার সনদ তৈরি করব : সেলিম
রাজধানীতে নাশকতার প্রস্তুতি, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
সরকার দরদ দেখিয়েছে, দায় দেখায়নি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, বিনিয়োগকারীদের মনে অনিশ্চয়তা
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ৪ সপ্তাহ
জেনেভা ক্যাম্পে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল পাকিস্তান
শয্যাশায়ী ধর্মেন্দ্রর ভিডিও ফাঁস তীব্র ক্ষোভে অমিতাভ–জয়া বচ্চন
হাসিনার রায় ঘোষণায় বিশৃঙ্খলা হলে দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর—আমির খসরু
রঙ্গনার ফুটেজ ফাঁস: ক্ষুব্ধ শাবনূর
‘তিন উপদেষ্টা সঠিক নির্বাচন বাধাগ্রস্ত করছেন’—অপসারণের দাবিতে ডা. তাহের
ক্যালিফোর্নিয়ার নতুন ভোটিং মানচিত্রে ‘ডেমোক্র্যাট সুবিধা’ মামলা করল ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট
একাধিক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে ঢাবি শিক্ষক এরশাদ হালিম আদালতে চালান
সুদান সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ বাড়ছে, আল-ফাশির ঘটনায় তদন্তের দাবি তীব্র