আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৮, ১৫ নভেম্বর ২০২৫
খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি, বাংলাদেশের লোগো
আজ শনিবার (১৫ নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’। সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত চলবে এই ধর্মীয় সম্মেলন। সম্মেলনে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম–ওলামারা অংশ নেবেন। আয়োজন করেছে খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে আয়োজকদের পক্ষ থেকে এই সম্মেলনের তথ্য জানানো হয়।
এ ব্যাপারে মহাসম্মেলনের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ইসলামি ঘরানার সব রাজনৈতিক দলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বড় দলগুলোর মধ্যে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাদের দাওয়াত পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আগে বিক্ষিপ্তভাবে খতমে নবুয়তের সম্মেলন হলেও এবারই প্রথম আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দেশের আলেমরা এতে যোগ দেবেন।
বিদেশি আলেম-ওলামাদের মধ্যে সম্মেলনে অংশ নিচ্ছেন—
মাওলানা ফজলুর রহমান, সদস্য, পাকিস্তানের জাতীয় পরিষদ ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি।
মাওলানা ইলিয়াস গুম্মান, ইসলামি চিন্তাবিদ, পাকিস্তান।
মাওলানা হানিফ জালন্দরি, মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া, পাকিস্তান।
আহমাদ ইউসুফ বিন্নুরি, নায়েবে মুহতামিম, ইউসুফ বিন্নুরি টাউন মাদ্রাসা, পাকিস্তান।
মুফতি আবুল কাসেম নোমানী, মুহতামিম, দারুল উলুম দেওবন্দ, ভারত।
মাওলানা মাহমুদ মাদানী, সভাপতি, জমিয়তে উলামায়ে হিন্দ, ভারত।
শায়খ আবদুর রউফ মাক্কী, নায়েবে আমির, ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট, সৌদি আরব।
শায়খ মুসআব নাবীল ইবরাহীম, অধ্যাপক, আল-আজহার ইউনিভার্সিটি, মিসর।
দেশি আলেম–ওলামাদের মধ্যে অংশ নেবেন-
মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মাওলানা মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফত মজলিস।
মাওলানা খলিল আহমাদ কুরাইশী, অধ্যক্ষ, দারুল উলুম হাটহাজারী।
মাওলানা মাহমুদুল হাসান, চেয়ারম্যান, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া।
মুফতি মুহাম্মদ আবদুল মালেক, খতিব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
সম্মেলনে সভাপতিত্ব করবেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।
আয়োজক কমিটি বলছে, দেশের ধর্মীয় শিক্ষাব্যবস্থা, ইসলামবিরোধী অপপ্রচার প্রতিরোধ এবং খতমে নবুয়তের আকীদা রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে আলেমদের সহযোগিতা বাড়ানোই এ মহাসম্মেলনের মূল লক্ষ্য।
