কাওরান বাজারে রিকশা থেকে ককটেল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৪৭, ১৩ নভেম্বর ২০২৫
কাওরান বাজারে পান্থকুঞ্জ পার্কের সামনে একটি রিকশা থেকে ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
রাজধানীর কাওরান বাজারে পান্থকুঞ্জ পার্কের সামনে একটি রিকশা থেকে ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট (বোম ডিসপোজাল টিম) সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বাংলাভিশনের সামনে একটি রিকশায় সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে কাওরান বাজার সার্ক ফোরোয়ার্ডের সামনে থেকে পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড়টার পর পান্থকুঞ্জ পার্কের ভেতরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ককটেলটি নিষ্ক্রিয় করে।
এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।
