কোক স্টুডিও বাংলায় রুনা লায়লার ‘দমা দম মাস্ত কালান্দার’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:০১, ১৬ নভেম্বর ২০২৫
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ছয় দশকের দীর্ঘ সংগীত ক্যারিয়ারে বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি ও ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় গান গেয়ে সমৃদ্ধ করেছেন সঙ্গীতভুবন।
তার গাওয়া কালজয়ী গানগুলোর মধ্যে অন্যতম ‘দমা দম মাস্ত কালান্দার’। দীর্ঘ অপেক্ষার পর সেই চিরচেনা গানটি নতুন সংগীতায়োজনে হাজির হতে যাচ্ছে কোক স্টুডিও বাংলায়।
কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে গুঞ্জন ছিল—এবারের মৌসুমে কি গান করবেন রুনা লায়লা? যদিও কর্তৃপক্ষ তখন পুরো বিষয়টি নিয়ে নীরবতা বজায় রেখেছিল।
পরে গত বছর শিল্পী নিজেই জানিয়ে দেন, তিনি কোক স্টুডিওতে অংশ নিয়েছেন। তবে গানটি নিয়ে তখনও রেখে দেন রহস্য।
অবশেষে সকল জল্পনার অবসান ঘটে গত ১৪ নভেম্বর, যখন কোক স্টুডিও বাংলা তাদের ইউটিউব চ্যানেলে গানটির টিজার প্রকাশ করে। সেই সঙ্গে জানিয়ে দেয়—সোমবার সন্ধ্যায় মুক্তি পাচ্ছে পূর্ণাঙ্গ গান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছিল অনেক আগেই। কিন্তু কোক স্টুডিও বাংলার কার্যক্রম প্রায় এক বছর বন্ধ থাকায় প্রকাশে এতদিন দেরি হয়।
দুই বছর আগে কলকাতার এক ঘরোয়া অনুষ্ঠানে রুনা লায়লা কোক স্টুডিও টিমের সঙ্গে গানটি পরিবেশন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন অর্ণব, সুরকার শুভেন্দু দাস শুভসহ আরও অনেকে।
আগামীকাল সোমবার রুনা লায়লার জন্মদিন। ৭২ বছর পার করে ৭৩তম বর্ষে পদার্পণ করবেন তিনি।
সংগীতপ্রেমীদের ধারণা, কিংবদন্তি এই শিল্পীর জন্মদিনকে বিশেষভাবে স্মরণীয় করে রেখেই কোক স্টুডিও বাংলা গানটি প্রকাশের সময় নির্ধারণ করেছে।
‘দমা দম মাস্ত কালান্দার’ হবে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের অষ্টম গান। এর আগে ২৪ অক্টোবর প্ল্যাটফর্মটি ‘ক্যাফে’ শিরোনামের গান প্রকাশ করেছিল।
