দুবাইয়ে কিং খানের নামে ৫৬ তলা হোটেল ‘শাহরুখজ দানুবে’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:৩২, ১৬ নভেম্বর ২০২৫
বলিউডের কিং খান শাহরুখ খানের নামে তৈরি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক বিলাসবহুল পাঁচতারা হোটেল। রিয়েল এস্টেট জায়ান্ট ‘দানুবে’ নির্মাণ করছে ৫৬ তলা উচ্চতার এই বহুতল ভবন, যার নাম রাখা হয়েছে ‘শাহরুখজ দানুবে’। ভবনের প্রবেশদ্বারে থাকবে শাহরুখের আইকনিক দুই বাহু ছড়ানো ভঙ্গিমার একটি বিশাল ভাস্কর্য—যা ইতোমধ্যেই অনুরাগীদের মাঝে চরম উচ্ছ্বাস তৈরি করেছে।
শুক্রবার মুম্বাইয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন শাহরুখ খান। নিজের নামে হোটেল ও মূর্তি দেখে আবেগ লুকাতে পারেননি তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে কিং খান বলেন—“আমার জীবনে অর্জন বহু। কিন্তু সিনেমার বাইরে কোথাও এত বড় পরিসরে আমার নাম ব্যবহৃত হবে—কখনো ভাবিনি। এটি আমার জন্য সত্যিই বড় উপহার।”
হোটেলের মূল প্রবেশদ্বারে স্থাপিত হবে শাহরুখের স্বাক্ষরযুক্ত একটি বিশেষ ভাস্কর্য। পাশাপাশি থাকবে তার বিশ্বজুড়ে পরিচিত বাহু ছড়ানো পোজ। ভবনের সামনে দাঁড়িয়েই পর্যটক ও অনুরাগীরা স্মৃতি ধরে রাখতে পারবেন ছবি ও ভিডিওতে।
দানুবে গ্রুপের চেয়ারম্যান রিজওয়ান সজনের সঙ্গে শাহরুখের সেই আইকনিক পোজে তোলা ছবিগুলো ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
শাহরুখ আরও বলেন—“অনেকেই দুবাইয়ে নিজের বাড়ি বা স্বপ্ন পূরণের লক্ষ্যে আসেন। যদি আমি তাদের সেই স্বপ্নের পথে একটু হলেও অনুপ্রেরণা হতে পারি—এতে আমার আনন্দ।”
জানা গেছে, আগামী তিন থেকে চার বছরের মধ্যেই বহুতল ভবনটির নির্মাণকাজ শেষ হবে। পুরো টাওয়ারটি আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত হচ্ছে, যাতে থাকবে হাই-এন্ড রেসিডেন্স, বিলাসবহুল স্যুইট, অত্যাধুনিক রেস্তোরাঁ, ইভেন্ট জোনসহ নানা সুবিধা।
ভক্তদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে শাহরুখ খানকে ঘিরে বিশেষ ‘আইকনিক কর্নার’। যেখানে হোটেল ওপেন হওয়ার পর সেলফি জোন ও স্মারক প্রদর্শনীর ব্যবস্থা থাকবে।
