সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জামায়াতসহ আট দলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫৩, ১৬ নভেম্বর ২০২৫
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত
জুলাই সনদের আইনি বৈধতা দিতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক জোটের আট দল।
আজ রবিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এসময় মিয়া গোলাম পরওয়ার বলেন, “গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের বিষয়ে একটি দল শুরু থেকেই বিরোধিতা করছে। জাতির স্বার্থে গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ বলতে আহ্বান জানাচ্ছি।”
সংবাদ সম্মেলন থেকে জনগণকে প্রস্তাবিত সংস্কারের বিষয়গুলো পরিষ্কারভাবে জানাতে সরকারের প্রতি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সব তথ্য উন্মুক্ত করা, প্রচারপত্র বিতরণ ও জাতীয় মাধ্যমে প্রচারের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, অনলাইনে একটি দলের কর্মীরা আগে থেকেই ‘না’ ভোটের প্রচারণা চালাচ্ছে। এতে বোঝা গেছে কারা সংস্কারের বিরোধিতা করছে। গোটা জাতি সংস্কারের পক্ষে।”
এর আগে আট দলের অন্য এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির তিনজন উপদেষ্টাকে সরকারপ্রধানকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করেছিলেন।
আজ রবিবার সেই প্রশ্ন পুনরায় করা হলে মিয়া গোলাম পরওয়ার বলেন, “তথ্যপ্রমাণ আমাদের কাছে আছে। প্রয়োজন হলে প্রকাশ করা হবে। সরকার এ বিষয়ে সজাগ থাকুক, প্রধান উপদেষ্টা যেন নিরপেক্ষতা বজায় রাখেন।”
আট দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, লিয়াজোঁ কমিটি আলোচনায় পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে। সব দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চলবে বলেও জানান তিনি। তবে তার দাবি, এই আন্দোলনের কারণে নির্বাচন আরও সুষ্ঠু ও নিরপেক্ষ হতে সহায়তা করবে এবং গণভোটে সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে।
গত শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য ‘জামায়াত জনগণকে ধোঁকা দিচ্ছে’- এর প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “উনি যা বলেছেন, আমাদের ৮ দলের একই কথা ওনার জন্য প্রযোজ্য।”
সংবাদ সম্মেলন থেকে আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা হতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “আগের মতোই মাঠে থাকব; কোনো নাশকতা করতে দেব না।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহারসহ আট দলের শীর্ষ নেতারা।
