রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

প্যারিস চুক্তির অঙ্গীকার মানছে না ধনী দেশগুলো: ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:১৫, ১৬ নভেম্বর ২০২৫

প্যারিস চুক্তির অঙ্গীকার মানছে না ধনী দেশগুলো: ফরিদা আখতার

প্যারিস চুক্তির অঙ্গীকার মানছে না ধনী দেশগুলো: ফরিদা আখতার। ছবি: পিআইডি

জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩০–এ ধনী দেশগুলোর প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার রক্ষায় ব্যর্থতার কঠোর সমালোচনা করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার ব্রাজিলের বেলেমে বাংলাদেশ সময় রবিবার বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—“জলবায়ু অর্থায়ন আমরা দয়া হিসেবে চাই না, এটি আমাদের অধিকার। তাই অনুদান আকারে দিতে হবে—এ দাবি আমরা আবারও স্পষ্ট করছি।”

ফরিদা আখতার বলেন, যারা জলবায়ু সংকট তৈরি করেছে, তারাই বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে; বিপরীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর চাপ আরও বাড়ছে।

তিনি বলেন, “দায়ীদের সঙ্গে ভুক্তভোগীদের একটি অসম যুদ্ধ চলছে। আমরা দুর্বল রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্ব করতে এসে তা আরও পরিষ্কারভাবে দেখি।”

জেন্ডার–সম্পৃক্ত চ্যালেঞ্জ তুলে ধরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন—“জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়ে নারীদের ওপর। তাই জলবায়ু নীতিনির্ধারণে নারীর অংশগ্রহণ জরুরি। ভবিষ্যতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

তিনি জানান, এবার কপ সম্মেলনে তরুণদের উপস্থিতি ও অংশগ্রহণ অত্যন্ত লক্ষ্যণীয়।তাদের প্রশ্ন, মতামত ও উপস্থিতি আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। ভবিষ্যতের জলবায়ু নেতৃত্ব তাদের হাতেই গড়ে উঠবে—তাই তাদের ভূমিকা অনিবার্য”

সংবাদ সম্মেলনে নদীর প্রবাহ–স্বভাব বদল, আবাসস্থল ধ্বংস এবং জলবায়ুজনিত চাপের ফলে জাতীয় মাছ ইলিশের ওপর গুরুতর প্রভাবের কথা তুলে ধরেন ফরিদা আখতার।

তিনি বলেন—“বাংলাদেশের ইলিশ বিশ্বের সেরা। তবে জলবায়ু চাপের কারণে এর নিরাপত্তা হুমকির মুখে। এতে আমাদের দেশের মৎস্যজীবীরা পেশা হারানোর ঝুঁকিতে পড়ছেন। এই সম্পদ রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ,অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল,পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক,পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী,সেন্টার ফর ক্লাইমেট জাস্টিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম. হাফিজুল ইসলাম খানসহ আরও অনেকে।
বাংলাদেশের পক্ষে তারা কপ৩০–এর আলোচনায় বিভিন্ন দিক থেকে তথ্য ও দাবি উপস্থাপন করেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনার বিচারের রায়
৪ জেলায় বিজিবি মোতায়েন
আদানির বিদ্যুতের ৩৪% কেন কিনবে বাংলাদেশ?—প্রশ্ন রিজভীর
মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রক্তক্ষয়ী সংঘর্ষ
নারী হিসেবে অনুকম্পা পাবেন না শেখ হাসিনা: প্রসিকিউটর তামিম
বিবিএস জরিপ : ১০ শিশুর ৪ জনের রক্তে ’উদ্বেগজনক’ মাত্রায় সীসা, বেড়েছে সিজারিয়ান
হাসপাতালে গিল, ইডেন টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতের অধিনায়ক
নবীনগরে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
শেখ হাসিনার রায় ঘিরে আতঙ্ক—নৈরাজ্যের আশঙ্কা দেখছেন ফখরুল
‘ওয়াশরুম ভিডিও’ বিতর্কে অবশেষে মুখ খুললেন মিথিলা
চট্টগ্রামে অবৈধ রাস্তা কাটায় বাধা, প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা
পুতিন–নেতানিয়াহু ফোনালাপে গাজা, হামাস চুক্তি ও ইরান ইস্যু
আইপিএল মিনি নিলামের ধাক্কা, বড় অনেক তারকা রিলিজ
শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল
কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দিলেন লতিফ সিদ্দিকী
শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’এ তাসনিয়া ফারিণ
পুতিনের নির্দেশেই স্ক্রিপালকে হত্যাচেষ্টা
আসিফের মন্তব্যে বাফুফের কাছে দুঃখ প্রকাশ করল বিসিবি
লকডাউনের পর শাটডাউন, ফের উদ্বেগ উৎকন্ঠা
মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার