গোল খাওয়া কোচিংয়ের সমস্যা নয় —শামিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৩৭, ১৬ নভেম্বর ২০২৫
জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা থেমে নেই। হ্যাভিয়ের ক্যাবরেরার ট্যাকটিকস প্রশ্নবিদ্ধ হয়েছে বহুবার, বিশেষ করে নেপালের বিপক্ষে শেষ মিনিটে গোল হজমের পর সমর্থকদের হতাশা আরও বেড়েছে। কিন্তু দলের অন্যতম ভরসা শামিত মনে করেন—চিত্রটা পুরোটা কোচকে ঘিরে নয়।
তিনি বললেন,“কোচ তো টিমের জন্য খুব ভালো। তিনি একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছেন। তাঁর ইনটেনশন ভালো, ট্যাকটিকসও ভালো। আমরা কোচকে বিশ্বাস করি। আমরা যদি তাঁর প্ল্যান বাস্তবায়ন করতে পারি, জিততে পারবো।”
দেশীয় ফুটবলে শেষ মুহূর্তে গোল হজম এখন এক অদ্ভুত অভ্যাসে পরিণত হয়েছে। নেপালের বিপক্ষে সেই একই ব্যথা ফিরেছে। কিন্তু শামিত মনে করেন, দায়টা সবসময় ট্যাকটিক্যাল নয়:“গোলগুলো যে খাচ্ছি, সেগুলো কখনো কখনো কোচিংয়ের কোনো সমস্যা না। ব্যক্তিগত ভুল হয়, দলগত ভুলও হয়। জাস্ট ভুলের মোমেন্ট, কনসেন্ট্রেশনের জিনিস।”
তিনি যোগ করেন,“আপনারা কষ্ট পান, সমর্থকরা কষ্ট পান—আমরাও আরও বেশি কষ্ট পাই। তাই এখন ভুল কমানোর দিকেই জোর দিচ্ছি।”
এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি সামনে রেখে দল আগের ম্যাচগুলোর ভুল থেকে বের হয়ে আসতে চায়।
শামিত আত্মবিশ্বাসী—“আমরা প্রতিপক্ষকে বেশি সুযোগ দিচ্ছি—এটা কমাতে পারলেই ম্যাচ জিততে পারবো। ভারতের বিপক্ষে তিন পয়েন্টই লক্ষ্য।”
