উখিয়ায় রহস্যজনকভাবে রোহিঙ্গা তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১২:০০, ১৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:০৫, ১৬ নভেম্বর ২০২৫
কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান প্রজেক্ট এলাকার একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম আসমা খাতুন (১৮), তিনি বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আমিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুনশান রাতে ঘরের ভেতরে আসমার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের মা জরিনা বেগম জানান, হঠাৎ মেয়ের কক্ষে গিয়ে তিনি আসমাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পারিবারিক বরাত দিয়ে পুলিশ বলছে, গাছের ভীমে ওড়না পেঁচিয়ে আসমা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন—“ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু—এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের তথ্য বিশ্লেষণ করেই প্রকৃত কারণ জানা যাবে।”
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।
ঘটনার পর বালুখালী ক্যাম্প এলাকাজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তরুণীর মৃত্যুর কারণ নিয়ে নানা গুঞ্জনও চলছে।
