৯ আসনে লড়ছেন ইসলামী যুব আন্দোলনের শীর্ষ নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০০, ১৯ নভেম্বর ২০২৫
মনোনয়ন পাওয়া ৯ জন কেন্দ্রীয় নেতা। ছবি: সমাজকাল
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ঘোষণায় তরুণদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গত কয়েক বছরে সারাদেশে শক্তিশালী সাংগঠনিক অবস্থান তৈরি করেছে।
আজ বুধবার দলটি থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে। শুরু থেকেই সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন পীর সাহেব চরমোনাই—ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন সংগঠনের শীর্ষ নয়জন নেতা। মনোনয়ন ঘোষণার পর থেকেই তারা নিজ নিজ এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। জনদুর্ভোগ, স্থানীয় সমস্যার বাস্তব চিত্র তুলে ধরে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন তারা।
মনোনয়ন পাওয়া ৯ জন কেন্দ্রীয় নেতা ও তাদের আসন
১. ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ — গোপালগঞ্জ-৩
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া নিয়ে গঠিত এ আসনে তিনি সামাজিকভাবে দীর্ঘদিন ধরে পরিচিত মুখ।
২. মুফতি মানসুর আহমদ সাকী — চাঁদপুর-২
সংগঠনের সেক্রেটারি জেনারেল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক। মতলব উত্তর ও দক্ষিণ নিয়ে গঠিত এ আসনে তার পারিবারিকভাবেও জনপ্রিয়তা রয়েছে। তার পিতা পীর সাহেব বাগিচাপুর রহ. ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য।
৩. মুফতি আবু বকর সিদ্দিক — পটুয়াখালী-৩
কেন্দ্রীয় প্রচার সম্পাদক। গলাচিপা ও দশমিনা নিয়ে গঠিত এ আসনে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৪. মাওলানা এস এম আজিজুল হক — মাদারীপুর-৩
ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক। কালকিনি, ডাসার এবং আংশিক সদর এলাকা নিয়ে গঠিত এ আসনে লড়বেন তিনি।
৫. মুফতি আহমাদ আব্দুল জলিল — ঝিনাইদহ-৪
সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক। কালীগঞ্জ ও আংশিক সদর নিয়ে গঠিত এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৬. এডভোকেট বায়েজিদ হোসাইন — যশোর-৪
কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক। অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া নিয়ে গঠিত আসনে এবার তার পরীক্ষা।
৭. মুফতি জাহিদুল ইসলাম — জামালপুর-৩
কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য। মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে নেমেছেন লড়াইয়ে।
৮. সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন — গাইবান্ধা-৪
কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য ও জেলা সভাপতি। গোবিন্দগঞ্জ উপজেলাব্যাপী তৃণমূল পর্যায়ে তার সক্রিয়তা উল্লেখযোগ্য।
৯. মাওলানা আনোয়ার হোসেন ফরিদী — পাবনা-৪
কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য ও পাবনা জেলা পশ্চিমের সভাপতি। আটঘরিয়া ও ঈশ্বরদী নিয়ে গঠিত আসনে এবার তিনি প্রার্থী।
