ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫২, ১৯ নভেম্বর ২০২৫
ছবি: ফাইলফটো
দেশে গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আরও ছয়জন মারা গেছে। এ নিয়ে এবছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৪৯ জনে।
এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৮৮ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে এবছর মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৭১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বুধবার নিয়মিত বুলেটিনে এই তথ্য জানায়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ি, নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬৬ জন ও সর্বনিম্ন সিলেট বিভাগে তিনজন।
এছাড়া ঢাকা বিভাগে ১৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, বরিশাল বিভাগে ৮৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৮৬ জন, রাজশাহী বিভাগে ৮৮ জন, খুলনা বিভাগে ৬৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
ডেঙ্গুতে নতুন যে ছয় জন মারা গেছে, তাদের মধ্যে রাজশাহী বিভাগে তিনজন, ঢাকা উত্তর সিটিতে দুইজন ও ঢাকা দক্ষিণ সিটিতে একজন ভর্তি ছিল।
মারা যাওয়ার রোগীদের নারী চার জন ও পুরুষ দুজন। এরমধ্যে পাঁচ বছরের এক কন্যা শিশু মারা গেছে। সে নওগাঁর বাসিন্দা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল।
নতুন রোগীদের মধ্যে ৪৯২ জন পুরুষ ও ২৯৬ জন নারী।
এ নিয়ে এ মাসের ১৯ দিনে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৮৫০ জন ও মারা গেছে ৭১ জন।
এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয় অক্টোবরে, ৮০ জনের। এর আগে ৭৬ জনের মৃত্যু হয় সেপ্টেম্বর মাসে। এছাড়া জুলাইয়ে ৪১ জন, আগস্টে ৩৯ জন, জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, এপ্রিলে সাত জন, মে ও ফেব্রুয়ারিতে তিনজন করে মারা যায়। মার্চ মাসে কেউ মারা যায়নি।
এবছর সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে অক্টোরে ২২ হাজার ৫০ জন ও এরপর সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন।
এছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এবছর দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩টিতেই ডেঙ্গু শনাক্ত হয়েছে। ২০০০ সালে প্রথম ঢাকায় বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছর ৫ হাজার ৫৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় ৯৩ জন। এরপর থেকে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকে।
এরপর ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ব্যাপক আকার নেয়। সে বছর আক্রান্ত হয় ৩ লাখের বেশি মানুষ ও মারা যায় ১ হাজার ৭০৫ জন। সেটাই ছিল দেশে সর্বোচ্চ রোগী ও মৃত্যুর ঘটনা।
এরপর ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
