মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:০০, ১৮ নভেম্বর ২০২৫

সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের

সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের। ছবি: সংগৃহীত

সারাদেশের চলাচলরত রোগীবাহী অ্যাম্বুলেন্সকে অবিলম্বে বাণিজ্যিক রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি জানিয়েছেন মালিকরা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতারা বলেন, বর্তমান “ভাড়ায় চালিত নয়” ক্যাটাগরির নিবন্ধন পুরো খাতকে প্রশাসনিক জটিলতা, আর্থিক ক্ষতি ও নিয়মিত হয়রানির দিকে ঠেলে দিচ্ছে।

সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা গোলাম মোস্তফা (ফুহাদ), ডা. সুলতান মাহমুদ, ঢাকা উত্তরের সভাপতি ওমর ফারুক এবং দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মো. বাদল মাদবরসহ অনেকে।

মালিকদের অভিযোগ, বেসরকারি খাতে চলাচলরত প্রায় ৯ হাজার অ্যাম্বুলেন্স এখনও ভাড়ায় চালিত নয় হিসেবে নিবন্ধিত, ফলে সড়কে নেমেই পুলিশ মামলা দিচ্ছে। প্রতিটি মামলার জরিমানা দাঁড়াচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা।

২০১৯ সালে ‘মুজিব বর্ষ’-এর ঘোষণা অনুযায়ী দুই বছরের ট্যাক্স মওকুফ দেওয়া হলেও পরবর্তীতে একসঙ্গে তিন বছরের ট্যাক্স পরিশোধের বাধ্যবাধকতা আরোপ হওয়ায় দেশের প্রায় ৯৫ শতাংশ অ্যাম্বুলেন্সের কাগজপত্র নবায়ন সম্ভব হয়নি বলে দাবি করেন তারা।

নেতারা বলেন, দেশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর অ্যাম্বুলেন্স সেবার প্রায় শতভাগই এ সব মালিক ও কর্মীদের মাধ্যমেই পরিচালিত হয়। দুর্যোগ, দুর্ঘটনা ও করোনাকালে তারা বিনা পারিশ্রমিকে মানবিক সেবা দিয়েও এসেছে। অথচ আজও তাদের যানবাহনকে জরুরি সেবার স্বীকৃতি দিয়ে পৃথক নিবন্ধন ব্যবস্থা করা হয়নি।

এছাড়া দেশের বিভিন্ন টোল প্লাজায় অ্যাম্বুলেন্সের আলাদা শ্রেণী না থাকায় মাইক্রোবাসের টোল আদায় করা হয়। এমনকি মেট্রোপলিটন ট্রাফিক বিভাগেও অ্যাম্বুলেন্স নামে আলাদা শ্রেণী নেই—ফলে মামলা হয় যাত্রীবাহী মাইক্রোবাস হিসেবে।

সমিতির নেতারা উল্লেখ করেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩০ (১)(ঘ) ও ৩০ (৩)-এ স্পষ্টভাবে বলা আছে—শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবায় ব্যবহৃত যান রুট পারমিট থেকে অব্যাহতি পাবে।

এছাড়া ধারা ৩১ (১) অনুযায়ী রুট পারমিট ছাড়া বিশেষ অনুমোদনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে।

তাদের অভিযোগ, আইনের এসব ধারা বাস্তবায়ন না হওয়ায় অ্যাম্বুলেন্স মালিকরা মামলা, জরিমানা ও প্রশাসনিক জটিলতার মধ্যে পড়ছেন। ফলে খাতটি চরম ক্ষতির মুখে।

সমিতির প্রধান দুই দাবি

১️⃣ অ্যাম্বুলেন্সকে জরুরি সেবার স্বীকৃতি দিয়ে অবিলম্বে বাণিজ্যিক রেজিস্ট্রেশন চালু করতে হবে।
২️⃣ বাণিজ্যিক রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত ট্রাফিক আইনে মামলা ও জরিমানা কার্যক্রম স্থগিত রাখতে হবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল, জেনে নিন কোন দেশে কখন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি
সীমান্ত ব্যাংকে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ নিয়োগ
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত
খাইবার পাখতুনখাওয়ায় দুই আইবিওতে ভারত–সমর্থিত ১৫জন নিহত
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ার বিপর্যয়; এক্স-সহ বহু সাইটে হঠাৎ ডাউন
দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট
নাসা গ্রুপের চেয়ারম্যানের ১৬২ কাঠা জমিসহ ৫৩ দলিল জব্দ তিন ব্যাংক হিসাবও অবরুদ্ধ
সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত
নারী ক্রিকেট বিভাগের প্রধান হলেন রুবাবা
অপরাধী হস্তান্তরে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেবে বাংলাদেশ-পাকিস্তান: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ দিনে ডেঙ্গু রোগী ১৭ হাজার ছাড়ালো
এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার ৩৩ ব্যাংক হিসা