যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ
টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:১২, ১৮ নভেম্বর ২০২৫
হোয়াইট হাউস টাস্কফোর্স, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বৈঠক। ছবি: সংগৃহীত
২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিশাল এক ভিসা–সহায়তা ব্যবস্থা চালু করেছে। বিশ্বের লাখো ফুটবল ভক্তের যুক্তরাষ্ট্রে প্রবেশ সহজ করতে ম্যাচের টিকিটধারীদের জন্য আসছে বিশেষ অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা (প্রায়োরিটি ভিসা অ্যাপয়েন্টমেন্ট))—যা কঠোর মার্কিন ইমিগ্রেশন নীতির মধ্যেও একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম।
হোয়াইট হাউস টাস্কফোর্স, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বৈঠকের পর সোমবার অফিসিয়ালভাবে ঘোষণা করা হয় নতুন উদ্যোগটির। এই নতুন ব্যবস্থার নাম—ফিফা পাস।।
ফিফা ও যুক্তরাষ্ট্রের যৌথ লক্ষ্য—যাতে বিশ্বকাপ চলাকালীন দর্শকদের ভিসা জটিলতায় পড়তে না হয়। যুক্তরাষ্ট্রের কঠোর নিরাপত্তা নীতি বজায় রেখেও ফুটবলপ্রেমীদের জন্য একটি সহজ ও দ্রুত প্রক্রিয়া তৈরি করা—ফিফা পাসের মূল উদ্দেশ্য।
ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন,“আমেরিকা বিশ্বকে স্বাগত জানাচ্ছে। ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে ফিফা নতুন এক উদাহরণ তৈরি করবে।”
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বকাপ দর্শকদের আগেভাগে ভিসা আবেদন করার আহ্বান জানিয়ে বলেন,“বিলম্ব এড়াতে আগে আবেদন করুন—এটাই সবার জন্য সেরা।”
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মারকো রুবিও জানিয়েছেন, ভিসার চাপ সামলাতে বিশ্বের বিভিন্ন দেশে ৪০০-এর বেশি নতুন কনসুলার কর্মকর্তা যোগ করা হয়েছে।
বিশ্বের ৮০% দেশে ৬০ দিনের মধ্যেই সাক্ষাৎকার পাওয়া যাবে। ভিসা প্রক্রিয়া দ্রুত করতে বিশেষ অগ্রাধিকার ডেস্কও চালু হচ্ছে
এবারই প্রথম ৪৮ দেশের বিশ্বকাপ।
ম্যাচ অনুষ্ঠিত হবে—যুক্তরাষ্ট্রের ১১টি শহরে: মোট ৭৮ ম্যাচ
মেক্সিকো: ৩টি শহর
কানাডা: ২টি শহর
টিকিট বিক্রি শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই ১০ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে ফিফা। দ্বিতীয় পর্যায়ের বিক্রি চলছে অক্টোবরের শেষ দিক থেকে।
গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর।
