নৌবাহিনী প্রধানের সাথে মার্কিন ডিফেন্স ও মেরিন অ্যাটাশের সৌজন্য
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩:০৬, ১৮ নভেম্বর ২০২৫
নৌবাহিনী প্রধান ও মার্কিন ডিফেন্স ওমেরিন অ্যাটাশের সৌজন্য
বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিয়োজিত মার্কিন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল আর. চ্যান্ডলার এবং মেরিন অ্যাটাশে মেজর কার্সেন ই. ফ্লেচার।
আজ মঙ্গলবার নৌবাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সামুদ্রিক নিরাপত্তা, যৌথ মহড়া, পেশাগত প্রশিক্ষণ এবং নৌ–প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।
সৌজন্য সাক্ষাতের মাধ্যমে উভয় দেশ নৌ–সহযোগিতার ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে বলেও দুই পক্ষ আশা প্রকাশ করে।
