বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের শোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০০:৩৫, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ০১:১২, ১৯ নভেম্বর ২০২৫

২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের শোধ

ছবি : সংগৃহীত

একটি জয়ের জন্য কী দীর্ঘ অপেক্ষা! ২২ বছর আগে ভারতের বিপক্ষে জয়ের পর আরও ১০ বার মুখোমুখি হয়েও গোলশূন্য ফিরতে হয়েছিল বাংলাদেশকে। অবশেষে সেই কাঙ্ক্ষিত জয় এলো আবারও সেই একই মাঠে—ঢাকা জাতীয় স্টেডিয়ামে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে  এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে ভারতকে।

ম্যাচের ১২ মিনিটেই আসে একমাত্র গোল। রাকিবের দারুণ ক্রস থেকে নিখুঁত ভলিতে গোল করেন মোরসালিন। সেই গোলটাই পুরো ম্যাচে ধরে রেখেছে বাংলাদেশকে—যেখানে অবদান রাখেন ইংলিশ লিগ থেকে আগত বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। আক্রমণ, রক্ষণ, বল দখল—সব জায়গায় ছিল তার আধিপত্য। সত্যিই, ম্যাচটি ছিল ‘হামজাময়’।

২৫ মার্চ শিলংয়ে ভারতের সঙ্গে ড্র করা বাংলাদেশ এবার ঘরের মাঠে জয়ে ফিরল। পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট এখন ৫।

এই ম্যাচটি দুই দলের জন্যই টুর্নামেন্ট-নির্ণায়ক ছিল না; কারণ দু’দলই আগেই বাছাই থেকে ছিটকে গেছে। তবু মর্যাদার লড়াই বলে উত্তেজনা ছিল তুঙ্গে। আর সেই লড়াইয়ে এগিয়ে থেকে ম্যাচ শেষ করল বাংলাদেশ।

আগে গোল দিয়ে শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হাতছাড়া করার নজির বহুবারই দেখেছে লাল-সবুজ। তাই মোরসালিনের গোলে এগিয়ে যাওয়ার পর সমর্থকদের মনে শঙ্কা ছিল প্রবল। চারদিন আগেই নেপালের বিপক্ষে হামজার জোড়া গোলের পর শেষ সময়ে গোল হজম করে ড্র করতে হয়েছিল বাংলাদেশকে। তবে ভারতের বিপক্ষে সেই শঙ্কা বাস্তব হয়নি। রক্ষণভাগ ছিল জমাট, গোলরক্ষক মিতুলও ছিলেন আত্মবিশ্বাসী।

ম্যাচের শুরু থেকেই ভারত আক্রমণে ছিল আগ্রাসী। কিন্তু ১২ মিনিটে পাল্টা আক্রমণে রাকিব দুরন্ত গতিতে তিনজনকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ দিক থেকে যে ক্রসটি বাড়ান, তাতে মোরসালিন নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। ভারতীয় গোলরক্ষক এগিয়ে এলেও তা রোখা সম্ভব হয়নি—বাংলাদেশ এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ভারত। দূরপাল্লার শট, কর্নার, বক্সের ভিড়ে একের পর এক চেষ্টা—কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান হামজা, কিংবা গোলরক্ষক মিতুল। গোললাইনে দাঁড়িয়ে অন্তত দু’বার নিশ্চিত গোল বাঁচান হামজা চৌধুরী। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া এক শট অল্পের জন্য পোস্ট মিস করে।

৩৩ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঠে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। রেফারি বাংলাদেশের তপু বর্মণ ও ভারতের নারাভি নিখিলকে হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি শান্ত করেন। এর আগে ইনজুরিতে ২৭ মিনিটেই মাঠ ছাড়েন তারিক কাজী। তাঁর জায়গায় নামেন তরুণ ডিফেন্ডার শাকিল আহাদ তপু।

গত ২৫ মার্চ শিলংয়ের ম্যাচ দিয়েই বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল লেস্টার সিটির ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। দ্বিতীয় ম্যাচেই পেলেন তাঁর ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ও স্মরণীয় জয়। এটি ছিল তার সপ্তম আন্তর্জাতিক ম্যাচ—নিশ্চয়ই ‘লাকি সেভেন’।

বাংলাদেশ গত দুই আসরের এশিয়ান কাপ বাছাইয়ে কোনো জয় পায়নি। এবারও শুরুতে চার ম্যাচ গোলশূন্য থেকে হতাশা ছিল গভীর। কিন্তু ভারতের বিপক্ষে এই জয় বদলে দিল পরিবেশ। ২২ বছর পর আবারও ভারতকে হারালো বাংলাদেশ—এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়।

এই এক গোল, এই এক জয়—কেবল পরিসংখ্যান নয়; দীর্ঘ অপেক্ষার তৃপ্তি, গর্ব আর আত্মবিশ্বাসেরও নাম।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

১৩ দিনে ৩৩ বছরের চুক্তি, কী কারণ থাকতে পারে
২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের শোধ
সতর্কবার্তার ভিডিও দেওয়ার পরও খুন হলেন জহির
বন্দর ইজারার নিন্দা ও প্রতিবাদ বাসদের
নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে হারাল বাংলাদেশ
কুড়িল বিশ্বরোডে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
মওদুদ জীবিত থাকলে হাসিনার পতন দেখতে পেতেন, জানালেন ফখরুল
ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার
প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল, জেনে নিন কোন দেশে কখন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি
সীমান্ত ব্যাংকে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ নিয়োগ
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত
খাইবার পাখতুনখাওয়ায় দুই আইবিওতে ভারত–সমর্থিত ১৫জন নিহত
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ার বিপর্যয়; এক্স-সহ বহু সাইটে হঠাৎ ডাউন
দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট