নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে হারাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:০৪, ১৮ নভেম্বর ২০২৫
নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকেছে বাংলাদেশ হারিয়ে। ছবি: কাবাডি ফেডারেশন
নারী কাবাডি বিশ্বকাপে টানা জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নবাগত জার্মানিকে ৫৭–২৭ পয়েন্টে হারিয়ে গ্রুপপর্বে নিজেদের শক্তির জানান দিল লাল–সবুজের মেয়েরা। প্রথমার্ধেই ২৮–৯ পয়েন্টে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ একচেটিয়া করে নেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দপতন হলেও বড় জয়ে কোনো বাধা হয়নি কোচ শাহনাজ পারভীনের দলের।
বাংলাদেশ এর আগে প্রথম ম্যাচে উগান্ডাকে হারিয়েছিল ৪২–২২ পয়েন্টে। টানা দুই ম্যাচে জিতেই সেমিফাইনালের পথ আরও উজ্জ্বল করে তুলেছে দলটি।
আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। দিনের প্রথম ম্যাচে ভারত থাইল্যান্ডকে ৬৫–২০ পয়েন্টে উড়িয়ে দিয়ে দুর্দান্ত ফর্মে মাঠে নেমেছে। দুই অর্ধেই সমান দাপট দেখানো ভারত প্রথমার্ধ শেষ করে ৪১–৬ ব্যবধানে, দ্বিতীয়ার্ধে থাইল্যান্ড লড়াই করলেও ব্যবধান কমাতে পারেনি।
এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে নারীদের কাবাডি বিশ্বকাপ। সর্বশেষ ২০১২ সালে ইরানকে হারিয়ে শিরোপা জেতে ভারত; সেই আসরে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে থেমে যায়।
ঢাকায় আয়োজিত এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১১ দল। ভারত ছাড়াও ইরান, নেপাল এবং গতবারের সেমিফাইনালিস্ট থাইল্যান্ড রয়েছে ফেবারিট তালিকায়।
আগামীকাল মিরপুরের একই ভেন্যুতে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে লড়তে নামলেও প্রতিপক্ষের অভিজ্ঞতা ও শক্তিমত্তা সামনে রেখে কৌশল সাজাতে হচ্ছে কোচিং স্টাফকে।
