ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:০২, ১৮ নভেম্বর ২০২৫
কানাডার সাবেক ফার্স্ট লেডি সোফি গ্রেগোয়ার। ছবি: সংগৃহীত
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মার্কিন পপস্টার ক্যাটি পেরির ঘনিষ্ঠতার গুঞ্জন কয়েক মাস ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। এবার সেই আলোচনায় মুখ খুললেন ট্রুডোর সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার।
সম্প্রতি “আরলিন ইজ এলোন”পডকাস্টে হাজির হয়ে সোফিকে প্রশ্ন করা হয়—ট্রুডো-ক্যাটি সম্পর্কের আলোচনা তাকে কতটা প্রভাবিত করে। পডকাস্ট হোস্ট আরলিন ডিকিনসন মন্তব্য করেন—সোফি যেন পুরো ঘটনাটির প্রতি “অবিশ্বাস্য রকমের কুল” আচরণ করছেন।
এর জবাবে সোফি বলেন,“আমরা মানুষ, এবং মানুষের আবেগ আঘাত পায়—এটা একেবারেই স্বাভাবিক। কিন্তু কীভাবে প্রতিক্রিয়া জানাব, সেটা আমার নিজের সিদ্ধান্ত। আমি নয়েজ নয়, সংগীতকেই শুনতে বেছে নিই।”
সোফি আরও বলেন,“জনপ্রিয় ব্যক্তিত্ব হলে অনেক পাবলিক বিষয়ই ট্রিগার হতে পারে। কিন্তু আমি কীভাবে তা সামলাব, সেটাই আমাকে মানুষ হিসেবে গড়ে তোলে।”
তিনি জানান, নিজের আবেগকে কখনই চাপা দেন না—“হতাশ হওয়া, রাগ হওয়া বা দুঃখ পাওয়া—সবই স্বাভাবিক। মানসিক সুস্থতার পক্ষের একজন হিসেবে আমি জানি, এসব অনুভব করা কতটা গুরুত্বপূর্ণ।”
পডকাস্টে হোস্ট যখন সোফিকে “সিঙ্গেল মাদার” বলে উল্লেখ করেন, তখনই তিনি তা সংশোধন করেন। “আমি একেবারেই সিঙ্গেল মা নই। আমার সন্তানদের একজন অত্যন্ত স্নেহশীল ও উপস্থিত বাবা আছে।”
২০২৫ সালের জুলাইয়ে মন্ট্রিয়লে এক ডিনার ডেটে ট্রুডো ও ক্যাটিকে প্রথম একসঙ্গে দেখা যায়। ট্রুডো উপস্থিত ছিলেন ক্যাটির কানাডা ‘লাইফটাইম ট্যুর -এর সোল্ড-আউট শোতেও।
জুন ২০২৫-এ ছয় বছরের এনগেজমেন্ট ভেঙে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্ক শেষ করেন ক্যাটি পেরি।তাদের কন্যা ডেইজি ডোভ-কে কো-প্যারেন্টিং করার বিষয়টি উভয়েই নিশ্চিত করেছেন।
আগস্ট ২০২৩-এ সোফির সঙ্গে ১৮ বছরের বিবাহিত জীবন শেষের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। তাদের তিন সন্তানের বয়স—জেভিয়ার ১৭, এলা-গ্রেস ১৬ এবং হ্যাড্রিয়েন ১১।
