মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:২২, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:০২, ১৮ নভেম্বর ২০২৫

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে বুধবার দিল্লি যাওয়ার কথা থাকলেও পরিকল্পনা পরিবর্তন করে এক দিন আগেই ভারতের রাজধানীতে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার পর তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে স্বাগত জানান।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, সিএসসির সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর), দিল্লির হায়দরাবাদ হাউসে। সকালে শুরু হওয়া এ সম্মেলন মধ্যাহ্নভোজের পর শেষ হবে। বিকেলেই খলিলুর রহমান ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। এর মধ্যেই অন্তর্বর্তী সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হচ্ছে।

এ পরিস্থিতিতে খলিলুর রহমানের সফরকে ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে কূটনৈতিক মহলে। বিশেষ করে তার সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দ্বিপাক্ষিক আলোচনা হবে কি না—তা নিয়ে বাড়ছে জল্পনা।

অজিত দোভাল গত মাসেই খলিলুর রহমানকে সিএসসি সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এক বছরের বেশি সময়ে এটি তাদের দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে যোগ দিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেন।

বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন, অভিন্ন নদী ব্যবস্থাপনা, আঞ্চলিক স্থিতিশীলতা ও শেখ হাসিনা প্রত্যর্পণ– সব মিলিয়ে দিল্লি সফরটি দুই দেশের সম্পর্কের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল, জেনে নিন কোন দেশে কখন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি
সীমান্ত ব্যাংকে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ নিয়োগ
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত
খাইবার পাখতুনখাওয়ায় দুই আইবিওতে ভারত–সমর্থিত ১৫জন নিহত
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ার বিপর্যয়; এক্স-সহ বহু সাইটে হঠাৎ ডাউন
দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট
নাসা গ্রুপের চেয়ারম্যানের ১৬২ কাঠা জমিসহ ৫৩ দলিল জব্দ তিন ব্যাংক হিসাবও অবরুদ্ধ
সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত
নারী ক্রিকেট বিভাগের প্রধান হলেন রুবাবা
অপরাধী হস্তান্তরে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেবে বাংলাদেশ-পাকিস্তান: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ দিনে ডেঙ্গু রোগী ১৭ হাজার ছাড়ালো
এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার ৩৩ ব্যাংক হিসা