পাকিস্তান ক্রিকেট বোড থেকে সরে দাঁড়ালেন আজহার আলি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:১২, ১৮ নভেম্বর ২০২৫
সাবেক অধিনায়ক আজহার আলি, ছবি: ফাইল
পাকিস্তান ক্রিকেটে নতুন অস্থিরতা। জাতীয় দলের সাবেক অধিনায়ক আজহার আলি হঠাৎ করেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
মঙ্গলবার পাকিস্তানের জিও নিউজ বলছে, আজহার পদত্যাগ করেছেন জাতীয় পুরুষ দলের সিলেকশন কমিটির সদস্য হিসেবে এবং হেড অব ইয়ুথ ডেভেলপমেন্ট পদ থেকে।
এ সিদ্ধান্তে বিস্ময় ছড়িয়েছে ক্রিকেট মহলে, বিশেষ করে এমন সময় যখন পাকিস্তান ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো শক্তিশালী করতে যুব উন্নয়ন ব্যবস্থাকে পুনর্গঠনের ওপর জোর দিচ্ছিল।
২০২৪ সালের অক্টোবরে পিসিবি নতুন সিলেকশন প্যানেল ঘোষণা করে। সেখানে ছিলেন—এলিট প্যানেলের সাবেক আইসিসি আম্পায়ার আলিম দার,সাবেক টেস্ট পেসার আকিব জাভেদ এবং আগেই কমিটিতে থাকা সাবেক ব্যাটার আসাদ শফিক।
এই কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই ব্যাপক আলোচনার জন্ম দেয়। ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টে লজ্জাজনক ইনিংস পরাজয়ের পর তারা সাহসী ও বিতর্কিত সিদ্ধান্ত নেয়:বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে বাদ দেওয়া হয় পরবর্তী টেস্টগুলো থেকে।
মাঠে ফল তাদের পক্ষে যায়— পাকিস্তান দারুণভাবে ফিরে আসে এবং ২–১ ব্যবধানে সিরিজ জেতে।
এর ঠিক এক মাস পর, নভেম্বর ২০২৪-এ, আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আজহারকে করা হয় হেড অব ইয়ুথ ডেভেলপমেন্ট।
এখনো পর্যন্ত পিসিবি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তাই হঠাৎ পদত্যাগের কারণ স্পষ্ট নয়। তবে বোর্ডের অভ্যন্তরে সাংগঠনিক পরিবর্তন, চাপ ও সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়ে দ্বিধান্বিত পরিবেশ ছিল বলেই ধারণা করছে ক্রিকেট মহল।
২০১০ থেকে ২০২২ পর্যন্ত দীর্ঘ ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আজহার আলি পাকিস্তান ক্রিকেটকে দিয়েছেন অসাধারণ সাফল্য।
পরিসংখ্যান:৯৬ টেস্টে ৭,০৯৭ রান — পাকিস্তানের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক, তার গড় ৪২.৪৯, ১৯ সেঞ্চুরি, ৩৪ ফিফটি, ৫৩ ওয়ানডে, নেতৃত্ব দিয়েছেন ৯ টেস্ট ও ৩১ ওয়ানডে।
২০১৭ সালে পাকিস্তানের ঐতিহাসিক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে তার অবদান স্মরণীয় হয়ে আছে।
