মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

পাকিস্তান ক্রিকেট বোড থেকে সরে দাঁড়ালেন আজহার আলি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১:১২, ১৮ নভেম্বর ২০২৫

পাকিস্তান ক্রিকেট বোড থেকে সরে দাঁড়ালেন আজহার আলি

সাবেক অধিনায়ক আজহার আলি, ছবি: ফাইল

পাকিস্তান ক্রিকেটে নতুন অস্থিরতা। জাতীয় দলের সাবেক অধিনায়ক আজহার আলি হঠাৎ করেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। 

মঙ্গলবার পাকিস্তানের জিও  নিউজ বলছে, আজহার পদত্যাগ করেছেন জাতীয় পুরুষ দলের সিলেকশন কমিটির সদস্য হিসেবে এবং হেড অব ইয়ুথ ডেভেলপমেন্ট পদ থেকে।

এ সিদ্ধান্তে বিস্ময় ছড়িয়েছে ক্রিকেট মহলে, বিশেষ করে এমন সময় যখন পাকিস্তান ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো শক্তিশালী করতে যুব উন্নয়ন ব্যবস্থাকে পুনর্গঠনের ওপর জোর দিচ্ছিল।

২০২৪ সালের অক্টোবরে পিসিবি নতুন সিলেকশন প্যানেল ঘোষণা করে। সেখানে ছিলেন—এলিট প্যানেলের সাবেক আইসিসি আম্পায়ার আলিম দার,সাবেক টেস্ট পেসার আকিব জাভেদ এবং আগেই কমিটিতে থাকা সাবেক ব্যাটার আসাদ শফিক।

এই কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই ব্যাপক আলোচনার জন্ম দেয়। ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টে লজ্জাজনক ইনিংস পরাজয়ের পর তারা সাহসী ও বিতর্কিত সিদ্ধান্ত নেয়:বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে বাদ দেওয়া হয় পরবর্তী টেস্টগুলো থেকে।
মাঠে ফল তাদের পক্ষে যায়— পাকিস্তান দারুণভাবে ফিরে আসে এবং ২–১ ব্যবধানে সিরিজ জেতে।

এর ঠিক এক মাস পর, নভেম্বর ২০২৪-এ, আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আজহারকে করা হয় হেড অব ইয়ুথ ডেভেলপমেন্ট।

এখনো পর্যন্ত পিসিবি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তাই হঠাৎ পদত্যাগের কারণ স্পষ্ট নয়। তবে বোর্ডের অভ্যন্তরে সাংগঠনিক পরিবর্তন, চাপ ও সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়ে দ্বিধান্বিত পরিবেশ ছিল বলেই ধারণা করছে ক্রিকেট মহল।

২০১০ থেকে ২০২২ পর্যন্ত দীর্ঘ ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আজহার আলি পাকিস্তান ক্রিকেটকে দিয়েছেন অসাধারণ সাফল্য।
পরিসংখ্যান:৯৬ টেস্টে ৭,০৯৭ রান — পাকিস্তানের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক, তার গড় ৪২.৪৯, ১৯ সেঞ্চুরি, ৩৪ ফিফটি, ৫৩ ওয়ানডে, নেতৃত্ব দিয়েছেন ৯ টেস্ট ও ৩১ ওয়ানডে।

২০১৭ সালে পাকিস্তানের ঐতিহাসিক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে তার অবদান স্মরণীয় হয়ে আছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সতর্কবার্তার ভিডিও দেওয়ার পরও খুন হলেন জহির
বন্দর ইজারার নিন্দা ও প্রতিবাদ বাসদের
নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে হারাল বাংলাদেশ
কুড়িল বিশ্বরোডে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
মওদুদ জীবিত থাকলে হাসিনার পতন দেখতে পেতেন, জানালেন ফখরুল
ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার
প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল, জেনে নিন কোন দেশে কখন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি
সীমান্ত ব্যাংকে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ নিয়োগ
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত
খাইবার পাখতুনখাওয়ায় দুই আইবিওতে ভারত–সমর্থিত ১৫জন নিহত
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ার বিপর্যয়; এক্স-সহ বহু সাইটে হঠাৎ ডাউন
দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট
নাসা গ্রুপের চেয়ারম্যানের ১৬২ কাঠা জমিসহ ৫৩ দলিল জব্দ তিন ব্যাংক হিসাবও অবরুদ্ধ
সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত