মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

বাবাকে ফোন করে যেকোনো কিছু জিজ্ঞেস করতে পারি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১:৫৬, ১৮ নভেম্বর ২০২৫

বাবাকে ফোন করে যেকোনো কিছু জিজ্ঞেস করতে পারি

ফারহান আকতার ও জাভেদ আকতার

বলিউডের বহুমুখী প্রতিভা ফারহান আকতার সবসময়ই খোলামেলাভাবে বলছেন, তার সৃজনশীলতা ও কর্মজীবনে বাবা জাভেদ আকতারের প্রভাব কতটা গভীর। এনডিটিভির আদিত্য রাজ কৌলকে দেওয়া সর্বশেষ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই সম্পর্কের পুরোনো স্মৃতি, কাজের গতি এবং পারস্পরিক বোঝাপড়া নিয়ে খোলাসা করলেন তিনি।

ফারহান জানান, “আমরা দিল চাহতা হ্যায় সময় থেকেই একসঙ্গে কাজ করছি। তিনি সেই ছবিতে গান লিখেছেন। লক্ষ্য ছবিতে তিনি আমার জন্য গল্প লিখলেন। এরপর ডন, জিন্দেগি না মিলেগি দোবারা, রক অন!!—প্রায় সব ছবিতেই তিনি আমার জন্য লিখেছেন। তার সঙ্গে কাজ করা সত্যিই খুব সহজ।”

তিনি আরও যোগ করেন,“বাবা শব্দ ও কবিতার এক অপার ভাণ্ডার। অথচ কাজের সময় কোনো চাপ তৈরি করেন না। বরং একজন পরিচালক, প্রযোজক বা সুরকার হিসেবে আমি যা চাই—তিনি সেটাই দিতে চান। তিনি দারুণ সহযোগিতামূলক।”

ফারহান সাক্ষাৎকারে বলেন,“শৈশব থেকেই তিনি আমার জীবনে বিশাল প্রভাব। অনেক সময় নিজেকেই মনে করিয়ে দিই—কতটা ভাগ্যবান আমরা, যে তাকে ফোন করে যেকোনো কিছু জিজ্ঞেস করতে পারি।”
তার ভাষায়, এটা শুধু পেশাগত নয়, ব্যক্তিগতভাবেও এক অমূল্য সুবিধা।

এই গভীর আলাপের সময়ই ফারহান প্রস্তুতি নিচ্ছেন তার পরবর্তী বড় প্রজেক্ট ‘১২০ বাহাদুর’–এর জন্য। ১৯৬২ সালের ঐতিহাসিক রেজাং লা যুদ্ধ অবলম্বনে নির্মিত এই ছবিতে দেখানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ১৩তম কুমাঁওন রেজিমেন্টের ১২০ সৈন্যের বীরত্বগাথা, যারা প্রতিকূল পরিবেশেও অপ্রতিরোধ্য সাহস দেখিয়েছিলেন।

ছবিতে ফারহান আকতার অভিনয় করেছেন মেজর শৈতান সিং ভাটি–র চরিত্রে, যিনি এই যুদ্ধে অসামান্য নেতৃত্ব ও সাহসিকতার জন্য পেয়েছিলেন পরমবীর চক্র।

রজনীশ ‘রেজি’ ঘোষ পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর ২০২৫–এ।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সতর্কবার্তার ভিডিও দেওয়ার পরও খুন হলেন জহির
বন্দর ইজারার নিন্দা ও প্রতিবাদ বাসদের
নারী কাবাডি বিশ্বকাপে জার্মানিকে হারাল বাংলাদেশ
কুড়িল বিশ্বরোডে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
মওদুদ জীবিত থাকলে হাসিনার পতন দেখতে পেতেন, জানালেন ফখরুল
ট্রুডোর প্রেম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার
প্রবাসী ভোটার নিবন্ধন শুরু কাল, জেনে নিন কোন দেশে কখন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ; টিকিটধারীদের মিলছে অগ্রাধিকার ভিসা সাক্ষাৎকার সুবিধা
স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রামে ১৭১ পদে চাকরি
সীমান্ত ব্যাংকে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ নিয়োগ
শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি প্রস্তুত
খাইবার পাখতুনখাওয়ায় দুই আইবিওতে ভারত–সমর্থিত ১৫জন নিহত
টেড ড্যানসন: ‘বয়স ৭৭, জীবন এখনও দারুণ মজা!’
বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ার বিপর্যয়; এক্স-সহ বহু সাইটে হঠাৎ ডাউন
দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
সব অ্যাম্বুলেন্সকে রেজিস্ট্রেশনের আওতায় আনার দাবি মালিকদের
জুলাইয়ের আবহ ডিসেম্বরে ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ কনসার্ট
নাসা গ্রুপের চেয়ারম্যানের ১৬২ কাঠা জমিসহ ৫৩ দলিল জব্দ তিন ব্যাংক হিসাবও অবরুদ্ধ
সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত