বাবাকে ফোন করে যেকোনো কিছু জিজ্ঞেস করতে পারি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১:৫৬, ১৮ নভেম্বর ২০২৫
ফারহান আকতার ও জাভেদ আকতার
বলিউডের বহুমুখী প্রতিভা ফারহান আকতার সবসময়ই খোলামেলাভাবে বলছেন, তার সৃজনশীলতা ও কর্মজীবনে বাবা জাভেদ আকতারের প্রভাব কতটা গভীর। এনডিটিভির আদিত্য রাজ কৌলকে দেওয়া সর্বশেষ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই সম্পর্কের পুরোনো স্মৃতি, কাজের গতি এবং পারস্পরিক বোঝাপড়া নিয়ে খোলাসা করলেন তিনি।
ফারহান জানান, “আমরা দিল চাহতা হ্যায় সময় থেকেই একসঙ্গে কাজ করছি। তিনি সেই ছবিতে গান লিখেছেন। লক্ষ্য ছবিতে তিনি আমার জন্য গল্প লিখলেন। এরপর ডন, জিন্দেগি না মিলেগি দোবারা, রক অন!!—প্রায় সব ছবিতেই তিনি আমার জন্য লিখেছেন। তার সঙ্গে কাজ করা সত্যিই খুব সহজ।”
তিনি আরও যোগ করেন,“বাবা শব্দ ও কবিতার এক অপার ভাণ্ডার। অথচ কাজের সময় কোনো চাপ তৈরি করেন না। বরং একজন পরিচালক, প্রযোজক বা সুরকার হিসেবে আমি যা চাই—তিনি সেটাই দিতে চান। তিনি দারুণ সহযোগিতামূলক।”
ফারহান সাক্ষাৎকারে বলেন,“শৈশব থেকেই তিনি আমার জীবনে বিশাল প্রভাব। অনেক সময় নিজেকেই মনে করিয়ে দিই—কতটা ভাগ্যবান আমরা, যে তাকে ফোন করে যেকোনো কিছু জিজ্ঞেস করতে পারি।”
তার ভাষায়, এটা শুধু পেশাগত নয়, ব্যক্তিগতভাবেও এক অমূল্য সুবিধা।
এই গভীর আলাপের সময়ই ফারহান প্রস্তুতি নিচ্ছেন তার পরবর্তী বড় প্রজেক্ট ‘১২০ বাহাদুর’–এর জন্য। ১৯৬২ সালের ঐতিহাসিক রেজাং লা যুদ্ধ অবলম্বনে নির্মিত এই ছবিতে দেখানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ১৩তম কুমাঁওন রেজিমেন্টের ১২০ সৈন্যের বীরত্বগাথা, যারা প্রতিকূল পরিবেশেও অপ্রতিরোধ্য সাহস দেখিয়েছিলেন।
ছবিতে ফারহান আকতার অভিনয় করেছেন মেজর শৈতান সিং ভাটি–র চরিত্রে, যিনি এই যুদ্ধে অসামান্য নেতৃত্ব ও সাহসিকতার জন্য পেয়েছিলেন পরমবীর চক্র।
রজনীশ ‘রেজি’ ঘোষ পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর ২০২৫–এ।
