মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদ খতম করবে ‘ধুরন্ধর’ রণবীর

বিনোদন ডেস্ক 

প্রকাশ: ১৬:৪৭, ১৮ নভেম্বর ২০২৫

পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদ খতম করবে ‘ধুরন্ধর’ রণবীর

রণবীর সিং। ছবি: সংগৃহীত

ঝলকেই আঁতকে উঠল দর্শক—রক্ত, প্রতিশোধ, গুপ্ত অভিযান, আর সীমান্ত পেরোনো রণবীর সিং। আদিত্য ধরের নতুন ছবি ‘ধুরন্ধর’-এর ট্রেলার প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়।

১৮ নভেম্বর মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’-এর বহুল প্রতীক্ষিত ট্রেলার। শীতের বক্স অফিস কাঁপাতে আসা এই ছবিতে প্রথম থেকেই রণবীর সিংয়ের রুক্ষ, আক্রমণাত্মক এক অ্যাভাটার চোখে পড়েছে। কিন্তু ট্রেলারের উদ্বোধনী দৃশ্যই দর্শকদের শিরদাঁড়া ঠান্ডা করে দেয়—এক ব্যক্তির গলা থেকে পা পর্যন্ত অসংখ্য সূঁচ বিদ্ধ, আর সেই ভয়ানক যন্ত্রণা দিচ্ছেন আইএসআই মেজর ইকবাল—অর্জুন রামপাল।

হাড় হিম করা ঠান্ডা চোখে ৭১-এর যুদ্ধোত্তর পাকিস্তানের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন ইকবাল। অর্জুনের এই নির্মম চরিত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ট্রেলারে প্রকাশ পেয়েছে ভারতের উচ্চপদস্থ কর্মকর্তা অজয় সান্যালের ভূমিকায় আর মাধবন। তার সংলাপ“সন্ত্রাসবাদকে শেষ করতে হলে তার শিকড় খুঁড়তে হবে।”
এবং সেই শিকড় খুঁজতে পাকিস্তানে ঢুকবে এক ছায়া-চর—সেই ভূমিকাতেই রণবীর।

ছবির বিভিন্ন দৃশ্যে রক্তারক্তি, গুলির ঝড়, ধ্বংসযজ্ঞের মাঝেই চোখে পড়ে রণবীর সিংয়ের নিখুঁত অ্যাকশন স্কিল। পাহাড়ি অঞ্চলে বাইক রাইড করতে করতে রোম্যান্সের ছোঁয়াও দেওয়া হয়েছে।

জ্বীন ওরফে এসপি চৌধুরী আসলাম হয়ে সঞ্জয় দত্তের উপস্থিতি ট্রেলারে বড় ইনপ্যাক্ট ফেলে। অক্ষয় খান্নার মাপা অভিনয়ও নজর কাড়ে।

‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’–এর পরিচালক আদিত্য ধর এবারও সত্য ঘটনাকে ভিত্তি করে গল্প তৈরি করেছেন।
পরিচালনার পাশাপাশি ছবির প্রযোজনাও সামলাচ্ছেন তিনি। সঙ্গে আছেন জ্যোতি দেশপান্ডে ও লোকেশ ধর।ট্রেলার মিউজিক কম্পোজ করেছেন শাশ্বত সচদেব।

মাধবনের হালকা টাক, পাতলা ঠোঁট—এই পরিবর্তন নিয়েই এখন চর্চা। অভিনেতা জানিয়েছেন, পরিচালকের পরামর্শেই ঠোঁট পাতলা করা হয়, আর এতে চরিত্রের ইমপ্যাক্ট দ্বিগুণ হয়েছে। অনেকে তাঁর এই লুকের মিল খুঁজছেন অজিত ডোভাল বা ‘উড়ি’-র পরেশ রাওয়ালের চরিত্রের সঙ্গে।

৫ ডিসেম্বর ২০২৫—দেশীয় ও আন্তর্জাতিক বক্স অফিসে তুমুল লড়াইয়ের ইঙ্গিত।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আমজনতার দলসহ ইসির পুনর্বিবেচনায় আরও ৭ দল
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ জারি : ভবিষ্য তহবিল বাধ্যতামূলক
হাসিনা-কামালকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ
আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না: ড. ইউনূস
বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যত সম্পদ
কারাবন্দি আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার
১৭০৫০টি শটগান পাচ্ছেন আনসাররা
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক
পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদ খতম করবে ‘ধুরন্ধর’ রণবীর
রমজানে নিত্যপণ্যের দাম কম রাখতে উদ্যোগ: সালেহউদ্দিন
মাত্র ৩৪ বছরে ‘ভয়েস অফ উড়িশা ২’ বিজয়ী হুমানির মৃত্যু
বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান
রোহিঙ্গাদের স্থায়ী অবকাঠামো তৈরি করে দেবে সরকার
অপরাধ বাড়ছে না, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কত সম্পদ শেখ হাসিনার
আদনান আল রাজীবের নতুন বিজ্ঞাপনে শাকিব খান
চূড়ান্ত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার
ধানমন্ডি ৩২ থেকে এক্সকাভেটর সরিয়ে নেওয়া হলো