ইসলামিক দল বাদ দিয়ে রাজনীতি হয় না —ইমাম-ওলামাদের সঙ্গে ওয়াদুদ ভূই
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৪, ১৮ নভেম্বর ২০২৫
বক্তব্য রাখছেন আবদুল ওয়াদুদ ভূইয়া, ছবি: সমাজকাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় ইমাম ও ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া। রবিবার দুপুরে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় ইসলামী মূল্যবোধ, পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন,“ইসলামকে ভালোবাসি। ইসলামিক দলগুলোকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি হতে পারে না। এই ভূমি ধর্মপ্রাণ মানুষের—তাদের মতামত ও মূল্যবোধই রাজনৈতিক সিদ্ধান্তকে দিকনির্দেশনা দেয়।”
তিনি আরও জানান, পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও আন্তঃসম্প্রীতি বজায় রাখতে তিনি ধর্মীয় নেতাদের সহযোগিতা চান।
সভায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন পাহাড়বাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির প্রার্থী নির্বাচিত না হলে পাহাড়ে সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পুনরায় প্রভাব বিস্তার করে অস্ত্রের মুখে পাহাড়ি-বাঙালি জনগণকে জিম্মি করতে পারে।
তারা অভিযোগ করেন, ইউপিডিএফ ক্ষমতায় এলে ‘চাঁদাবাজি, সন্ত্রাস এবং দখলদারীত্বের রাজত্ব’ ফিরে আসবে।
মতবিনিময় সভায় জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, ওলামা মাশায়েখ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভার শেষে পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
