রূপগঞ্জে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫:২৪, ১৮ নভেম্বর ২০২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কুখ্যাত শ্রাবণ বাহিনীর ব্যাপক ভাঙচুর ও লুটপাট। ছবি: সমাজকাল
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে কুখ্যাত শ্রাবণ বাহিনীর হামলায় একই পরিবারের চারজন গুরুতর জখম হয়েছে। হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী বিলকিস বেগম রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী বিলকিস বেগম জানান, হাটিপাড়া এলাকার শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ ও তার চাচার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ওই প্রেক্ষিতেই সোমবার দিবাগত রাতে শ্রাবণ বাহিনী তাদের বাড়িতে ব্যাপক সন্ত্রাসী তাণ্ডব চালায়।
তিনি অভিযোগ করে বলেন—শ্রাবণ, রাসেল, রুবেল, সাহেব, সূর্য, মেহেদী, সিয়াম, নিরব, রাজু, আশিক, নাহিদ, আল-আমিন আকাশ, জিসান, রিয়াদ, রবিউলসহ ৫০–৬০ জনের একটি সশস্ত্র দল রাতেই তাদের বাড়িতে ঢুকে হামলা শুরু করে। এ সময় বাড়ির সামগ্রী ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।
হামলার সময় বিলকিস বেগমের দেবর মামুন মিয়া ও রিফাত মিয়া বাধা দিলে তাদের ওপর বেপরোয়া হামলা চালানো হয়। একইভাবে ভাসুর মিয়া ও দেবর মোক্তার হোসেনের বাড়িতেও ভাঙচুর করে কুপিয়ে জখম করা হয়। বর্তমানে আহতরা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
