মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

| ৪ অগ্রাহায়ণ ১৪৩২

উখিয়ায় অপহরণের পাঁচ দিন পর কিশোর নুরশেদ উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১৩:৪২, ১৮ নভেম্বর ২০২৫

উখিয়ায় অপহরণের পাঁচ দিন পর কিশোর নুরশেদ উদ্ধার

মাঝখানে উদ্ধার হওয়ার নুরশেদ, ছবি: সমাজকাল

কক্সবাজারের উখিয়ায় অপহরণের পাঁচ দিন পর অবশেষে উদ্ধার হলো ১৪ বছরের স্কুলছাত্র মো. নুরশেদ। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া কিশোর নুরশেদ উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে।

উখিয়া থানার ওসি জিয়াউল হক সমাজকালকে বলেন,“ঘটনার পরপরই মামলাটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রথমে তিনজন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করি। তাদের দেওয়া তথ্য ও লোকেশন বিশ্লেষণ করে কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।”

তিনি আরও বলেন, ভিকটিমকে নিরাপত্তায় রাখা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, গতকাল রবিবার (১৬ নভেম্বর) নুরশেদের বাবা উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৭/৩০ ধারায় মামলা (নং ৪০/৬৩৭) দায়ের করেন।

মামলার পরপরই এসআই মাসুম ফরহাদ ও এসআই সুমন দের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। ওই টিমই পাঁচ দিনের অনুসন্ধান শেষে কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নুরশেদকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের খবরে পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তির অনুভূতি দেখা দিয়েছে। এলাকায় অপহরণ-সংক্রান্ত আতঙ্ক কমাতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

অপরাধী হস্তান্তরে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেবে বাংলাদেশ-পাকিস্তান: স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ দিনে ডেঙ্গু রোগী ১৭ হাজার ছাড়ালো
এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন ও স্ত্রী সিতারার ৩৩ ব্যাংক হিসা
আমজনতার দলসহ ইসির পুনর্বিবেচনায় আরও ৭ দল
শ্রম আইন সংশোধনের অধ্যাদেশ জারি : ভবিষ্য তহবিল বাধ্যতামূলক
হাসিনা-কামালকে দেশে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাইবে প্রসিকিউশন
স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ
আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না: ড. ইউনূস
বিদেশ থেকে সার-এলএনজি, ইউনিসেফ থেকে ভ্যাকসিন কিনবে সরকার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের যত সম্পদ
কারাবন্দি আইভীকে আরও ৫ মামলায় গ্রেফতার
১৭০৫০টি শটগান পাচ্ছেন আনসাররা
শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করতে যাচ্ছে ডেনমার্ক
পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদ খতম করবে ‘ধুরন্ধর’ রণবীর
রমজানে নিত্যপণ্যের দাম কম রাখতে উদ্যোগ: সালেহউদ্দিন
মাত্র ৩৪ বছরে ‘ভয়েস অফ উড়িশা ২’ বিজয়ী হুমানির মৃত্যু
বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান
রোহিঙ্গাদের স্থায়ী অবকাঠামো তৈরি করে দেবে সরকার
অপরাধ বাড়ছে না, নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা