উখিয়ায় অপহরণের পাঁচ দিন পর কিশোর নুরশেদ উদ্ধার
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৩:৪২, ১৮ নভেম্বর ২০২৫
মাঝখানে উদ্ধার হওয়ার নুরশেদ, ছবি: সমাজকাল
কক্সবাজারের উখিয়ায় অপহরণের পাঁচ দিন পর অবশেষে উদ্ধার হলো ১৪ বছরের স্কুলছাত্র মো. নুরশেদ। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া কিশোর নুরশেদ উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকার বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে।
উখিয়া থানার ওসি জিয়াউল হক সমাজকালকে বলেন,“ঘটনার পরপরই মামলাটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রথমে তিনজন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করি। তাদের দেওয়া তথ্য ও লোকেশন বিশ্লেষণ করে কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।”
তিনি আরও বলেন, ভিকটিমকে নিরাপত্তায় রাখা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, গতকাল রবিবার (১৬ নভেম্বর) নুরশেদের বাবা উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৭/৩০ ধারায় মামলা (নং ৪০/৬৩৭) দায়ের করেন।
মামলার পরপরই এসআই মাসুম ফরহাদ ও এসআই সুমন দের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। ওই টিমই পাঁচ দিনের অনুসন্ধান শেষে কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নুরশেদকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারের খবরে পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তির অনুভূতি দেখা দিয়েছে। এলাকায় অপহরণ-সংক্রান্ত আতঙ্ক কমাতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
